বিল্লাল মাহমুদ মানিক : শীত এলো পউষের প্রথম প্রহরে,
খেজুরের রস আর গুড়ে ভর করে।
শীত এলো বাংলার সবুজাভ মাঠে
শিশিরের কণা ধোয়া পথ-ঘাট-হাটে।
শীত এলো মাঠ ভরা শাক-সবজিতে,
কৃষকের মনকাড়া সুমধুর গীতে।
শীত এলো সরিষার হলুদাভ রূপে,
হিমেল বাতাসে ভেসে একদম চুপে।
শীত এলো পাতাঝরা বৃক্ষের শাখে,
অতিথি পাখিরা এসে কিচিমিচি ডাকে।
শীত এলো পিঠাপুলি পায়েসের স্বাদে,
ছেলে-বুড়ো সকলের মাঝে আহ্লাদে।
শীত এলো বাংলাকে খুব ভালোবেসে,
হিম সূর্যের রোদে খানিকটা হেসে।