প্রযুক্তি ডেস্ক : কম্পিউটারে থাকা সব তথ্য আমাদের প্রতিদিন প্রয়োজন হয় না। কিন্তু দৈনন্দিন কাজের প্রয়োজনে একই ফোল্ডার বারবার খোলার প্রয়োজন হতে পারে, যা সময় নষ্ট করার পাশাপাশি বিরক্তিরও কারণ হয়ে থাকে। তবে চাইলে ‘শর্টকাট কি’ তৈরি করে আপনি কি-বোর্ড থেকেই দ্রুত ফোল্ডারটি খুলতে পারেন; অর্থাৎ ফোল্ডারটি যে ড্রাইভেই থাকুক না কেন, আপনি কি-বোর্ডে শর্টকাট কি চেপেই খুলতে পারবেন। এ জন্য প্রথমে যে ফোল্ডারটির জন্য শর্টকাট কি তৈরি করতে চান, সেটি নির্বাচন করুন। এবার মাউসের ডান পাশে ক্লিক করে সেন্ড বাটন চেপে ডেস্কটপ (ক্রিয়েট শর্টকাট) অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে ফোল্ডারটির শর্টকাট ডেস্কটপে দেখা যাবে।
এবার কি-বোর্ডের ‘উইন্ডোজ কি এবং ডি’ একসঙ্গে চেপে ডেস্কটপে থাকা ফোল্ডারটির শর্টকাটের ওপর ডান পাশে ক্লিক করে প্রপার্টিজ অপশন নির্বাচন করতে হবে। এবার ডায়ালগ বক্সের শর্টকাট ট্যাবে ক্লিক করে নিচে থাকা শর্টকাট কি-এর ঘরে যেকোনো একটি অক্ষর টাইপ করুন। আপনি যদি ‘অ’ অক্ষরটি টাইপ করেন, তাহলে উইন্ডোজ ১০-এ স্বয়ংক্রিয়ভাবে শর্টকাটে ঈঃৎষ+অষঃ যোগ করে ঈঃৎষ+অষঃ+অ তৈরি হবে। এবার অঢ়ঢ়ষু বাটনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল ফোল্ডারটির শর্টকাট কি। এখন থেকে এই কি-বোর্ড শর্টকাট ব্যবহার করেই আপনি ফোল্ডারটি খুলতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো কারণে ডেস্কটপ থেকে শর্টকাট ফোল্ডারটি মুছে ফেলেন, তবে কি-বোর্ড শর্টকাটটি আর কাজ করবে না।
উইন্ডোজ ১০ টিপস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ