ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

দুই ছেলেসহ কোভিডে আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

  • আপডেট সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার দুই ছেলে। গত মঙ্গলবার রাতে এক ফেইসবুক পোস্টে এ খবর জানিয়ে প্রতিমন্ত্রী লিখেছেন, “কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।”
নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী পলক । সেই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিমন্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেন বলেন, “রিপোর্ট হাতে পাওয়ার পর প্রতিমন্ত্রী বাসায় আইসোলেশনে আছেন। কিছুদিন আগেই তিনি কোভিডের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নিয়েছিলেন। উনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। হালকা কাশি আছে। দুই ছেলেরও হালকা কাশি আছে।”
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার বলেন, “গতকালও প্রতিমন্ত্রী মহোদায় অফিস করেছিলেন। আজকে সকালে তার একটি প্রোগ্রাম ছিল। সেটি বাতিল করেছেন তিনি। কাল আমরা যারা উনার কাছাকাছি ছিলাম, সবাই সুস্থ আছি।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই ছেলেসহ কোভিডে আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০১:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার দুই ছেলে। গত মঙ্গলবার রাতে এক ফেইসবুক পোস্টে এ খবর জানিয়ে প্রতিমন্ত্রী লিখেছেন, “কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে।”
নিজের এবং পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী পলক । সেই সঙ্গে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। প্রতিমন্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী সাদ্দাম হোসেন বলেন, “রিপোর্ট হাতে পাওয়ার পর প্রতিমন্ত্রী বাসায় আইসোলেশনে আছেন। কিছুদিন আগেই তিনি কোভিডের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নিয়েছিলেন। উনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো। হালকা কাশি আছে। দুই ছেলেরও হালকা কাশি আছে।”
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার বলেন, “গতকালও প্রতিমন্ত্রী মহোদায় অফিস করেছিলেন। আজকে সকালে তার একটি প্রোগ্রাম ছিল। সেটি বাতিল করেছেন তিনি। কাল আমরা যারা উনার কাছাকাছি ছিলাম, সবাই সুস্থ আছি।”