প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি বাজার ২০২১ সালে বেশ সরগরমই ছিল। একের পর এক নতুন নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সার্চ ইঞ্জিন গুগলের সর্বাধিক সার্চের তালিকায় রয়েছে অ্যাপলের আইফোন। নতুন আইফোনে লাগবে না আলাদা কোনো সিম। বিনা সিমে চলবে আইফোন। সিমস্লট বিহীন দুর্দান্ত নতুন ফিচার নিয়ে আসতে চলেছে অ্যাপল।
আইফোনের পরবর্তী মডেল নিয়ে জল্পনায় সরগরম বাজার। আইফোন ১৪ ও আইফোন ১৫-এর ফিচার নিয়ে অনেক ধরনের খবর শোনা যাচ্ছে। যার মধ্যে সবথেকে আগ্রহ বাড়াচ্ছে আইফোনের সিম স্লটবিহীন ফোন। অ্যাপল আইফোন ১৫ সিরিজে এই ফিচার আপগ্রেড করতে পারে। তবে এর জন্য অপেক্ষা করতে হবে আইফোন গ্রাহকদের। ২০২৩ সালে আইফোন ১৫ সিরিজ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার আগেই জেনে নিন কীভাবে কাজ করবে ওই বিশেষ ফিচার। শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজে ই-সিম ব্যবহার করা হবে। রিপোর্ট বলছে, আইফোন এওআর, আইফোন এক্সএস ও আইফোন এক্সএস ম্যাক্সে ফিজিক্যাল সিমের সঙ্গে ই-সিমের বিকল্প দেওয়ার কথা বলেছিল অ্যাপল। তবে এখন নতুন করে এই আলোচনা শুরু হচ্ছে। অ্যাপল ফিজিক্যাল সিমের ধারণাটি পুরোপুরি বাদ দিতে চায়। দীর্ঘদিন ধরে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী অ্যাপল আইফোন ১৫ প্রো-তে ফিজিক্যাল সিম কার্ড স্লট সম্পূর্ণরূপে মুছে ফেলা হবে। সংযোগের জন্য এই ফোনটি সম্পূর্ণরূপে ই-সিম প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হবে। ব্যবহারকারীরা ফোনে একসঙ্গে দুটি ই-সিম ব্যবহার করতে পারবেন। আসলে টেলিকম কোম্পানিগুলো ‘ওভার-দ্য-এয়ার’ ই-সিম অ্যাকটিভেট বা সক্রিয় করতে পারে। ই-সিম হল ফোনে ইনস্টল করা ভার্চুয়াল সিম। এটি ঠিক একটি ফিজিক্যাল সিম কার্ডের মতোই কাজ করে। আপনার যদি ই-সিম থাকে তাহলে ফোনে কোনও সিম কার্ড ঢোকানোর প্রয়োজন নেই। ই-সিমের সবচেয়ে বড় সুবিধা হল, অপারেটর পরিবর্তন করার সময় আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না। ফোন ভিজে গেলে বা পড়ে গেলে সিম নষ্ট হওয়ার আশঙ্কাও নেই।
নতুন আইফোনে লাগবে না কোনো সিম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ