ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

সংলাপ শেষে সফলতা বিফলতা দেখার জন্য অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী

  • আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার সচিবালয়ে নতুন বছরের প্রথম দিন শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে দুটো কথা বলব। একটা হচ্ছে যে বাংলাদেশে বাক্স্বাধীনতা আছে। বাংলাদেশের যেকোনো নাগরিক তাঁর অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয় তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটা করতেই পারেন। আর আমি আপনাদের বলব এই সংলাপ ব্যর্থ হচ্ছে, না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।
মূল রাজনৈতিক দল বিএনপিও কিন্তু সংলাপে যাচ্ছে না—এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এই কথাই বলতে চাই যে দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, সেটা ওনাদের সিদ্ধান্ত।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনের সুযোগ আছে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না এই কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে। এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সর্বজনীন আইন হলো না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সংলাপ শেষে সফলতা বিফলতা দেখার জন্য অপেক্ষা করতে বললেন আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপ শেষে রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার সচিবালয়ে নতুন বছরের প্রথম দিন শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন গঠন নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে দুটো কথা বলব। একটা হচ্ছে যে বাংলাদেশে বাক্স্বাধীনতা আছে। বাংলাদেশের যেকোনো নাগরিক তাঁর অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয় তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি এটা করতেই পারেন। আর আমি আপনাদের বলব এই সংলাপ ব্যর্থ হচ্ছে, না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে।
মূল রাজনৈতিক দল বিএনপিও কিন্তু সংলাপে যাচ্ছে না—এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির উদ্দেশে এই কথাই বলতে চাই যে দেখেন দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, দেশের স্বার্থে আপনারা যদি এই সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে। সেটা যদি না করেন, সেটা ওনাদের সিদ্ধান্ত।’
নির্বাচন কমিশন গঠন নিয়ে আইনের সুযোগ আছে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এই সময়ের মধ্যে আইন করার সুযোগ নেই। আইন হবে না এই কথা তো আমি বলিনি। আমি বলেছি, এই আইনটা হবে। এই আইনটা এমন একটা আইন হওয়া উচিত যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। শুধু এক দলের কাছে গ্রহণযোগ্য হলে তো এটা সর্বজনীন আইন হলো না।’