আন্তর্জাতিক ডেস্ক : সাগর থেকে ১২টি বিধ্বংসী ‘সিরকন’ হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ১০টি ফ্রিগেট থেকে আরও দুইটি নিক্ষেপ হয় সাবমেরিন থেকে। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন উত্তেজনা চরমে, তখন শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুতগতির সিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভ্লাদিমির পুতিনের দেশ।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অ্যাডমিরাল গোরশকভ ফ্রিগেট থেকে সম্প্রতি এসব ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়।
গত সপ্তাহে চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘দেশের জন্য এটা এক বিরাট ঘটনা।’ রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, রাশিয়ার নতুন প্রজন্মের এসব ক্ষেপণাস্ত্র কতটা অগ্রসর প্রযুক্তির তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এর আগে পুতিন বলেন, এক হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ভূমি বা সাগরের যেকোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটতে পারে।
১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ