ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

পাবনা ক্যাডেটের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

  • আপডেট সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ১৯০ বার পড়া হয়েছে

পাবনা সংবাদদাতা : এসএসসি পরীক্ষায় ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর এসএসসি পরীক্ষায় এ ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেন। অধ্যক্ষ আব্দুল কবীর বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই উৎফুল্ল। ফলাফল নিয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। ক্যাডেটের শিক্ষার্থী আরিফুল ইসলাম, নাজমুস সাকিব বলেন, এত ভাল রেজাল্ট করে আমাদের খুবই ভাল লাগছে। আমাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকরা ও কলেজ কর্তৃপক্ষের অবদান রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদানের কারণে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পাবনা ক্যাডেটের ৫৫ জনই পেলেন জিপিএ-৫

আপডেট সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

পাবনা সংবাদদাতা : এসএসসি পরীক্ষায় ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর এসএসসি পরীক্ষায় এ ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেন। অধ্যক্ষ আব্দুল কবীর বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই উৎফুল্ল। ফলাফল নিয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। ক্যাডেটের শিক্ষার্থী আরিফুল ইসলাম, নাজমুস সাকিব বলেন, এত ভাল রেজাল্ট করে আমাদের খুবই ভাল লাগছে। আমাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। এরপর শিক্ষকরা ও কলেজ কর্তৃপক্ষের অবদান রয়েছে। তাদের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদানের কারণে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।