ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে ২৫২ জন অসহায়, দুস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন রাজ গৌরীপুর বিজনেজ ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গনে এ কম্বলগুলো বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এম.এ মাসুদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য তানভীর ফয়সাল পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সাখাওয়াত উসমান, গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাবেক সভাপতি মোঃ ইউসূফ আলী প্রমুখ।