তুহীন বিশ্বাস : বাইশ যেন হয় তোমার আমার সবার মঙ্গল
হয়ে যাক সাফ যত জীবনের জঞ্জাল জঙ্গল।
ঈমান আসুক বেঈমানের, ফিরে আসুক বুদ্ধি
মিথ্যা ছেড়ে সৎ পথে চলে হোক তাদের শুদ্ধি।
উবে যাক সব নকল যত আসল ফিরে আসুক
শান্তি ডানায় ভর করে সবাই মিষ্টি হাসি হাসুক।
বিপদগ্রস্ত মানুষগুলো খুঁজে পাক সুখের নীড়
সমাজে চলতে তাদের যেন উঁচু হয়ে যায় শির।
সাধারণ মানুষ বাঁচুক নিয়ে মৌলিক অধিকার
অপশক্তির কবলে পরে যেন না হয় অবিচার।
অতীত দুঃখ সব ভুলে নববর্ষে প্রতিজ্ঞাবদ্ধ হই
আমরা যেন মিলেমিশে থাকি অমানুষ তো নই।