শিমুল হোসেন : নতুন আগেও এসেছিলো, চলে গেছে
অধিকার কেঁড়ে বঞ্চিত করে
বঞ্চনা দিয়ে লীন করে ভেঙে-চূরে!
নতুন আগেও এসেছিলো- সে চলে গেছে!
নতুন আগেও এসেছিলো ধরার মাঝে
উদ্বাস্তু মানুষের কান্নার অস্পষ্ট শব্দ ছিঁড়ে
বিনিদ্র জানালার প্রবল অনুতাপ ঘিরে
যে এসেছিলো- সে চলে গেছে রক্তিম সাঁঝে।
জখমে রক্তাক্ত পৃথিবী এক ভিন্ন রূপে
ভুল করে নতুন আগেও এসেছিলো
শোষিতের জীবন্ত সব লাশের গাঢ় স্তুপে!
মিথ্যে অহমিকায় ঠাসা শকুনীর কানে কানে
অভিনন্দন বলে- নতুন আগেও এসেছিলো
কখন যে হারিয়ে গেছে- কে জানে!