ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মনের কথা পাতার বুকে

  • আপডেট সময় : ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

মহিউদ্দিন বিন জুবায়েদ : সকাল হলে ভাল্লাগেনা থাকতে শুয়ে শুয়ে
মিষ্টি হাওয়া অনুভবে যায় যে ছুঁয়ে ছুঁয়ে।
গাছের ডালে মিষ্টি সুরে নানান পাখি ডাকে
দৃষ্টি তখন সকাল ঘিরে দেশের ছবি আঁকে।

আকাশ থেকে নেমে আসা রবির আলো মেখে
মনের দুঃখ সব কালিমা দেই পকেটে রেখে।
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই পৃথিবীর রূপে
তাই তো ভোরে না ঘুমিয়ে নেই কুড়িয়ে লুফে।

সুবাস আসে নাকের পরে ফুটলে কদম কেয়া
জানলা খুলে চেয়ে দেখি বর্ষাকালের দেয়া।
শুয়ে থাকা ভাল্লাগেনা ছুটি ফুলের দিকে
মনের কথা পাতার বুকে আঙুলে দেই লিখে।

এই তো আমার সকালবেলা এই তো জীবনধারা
মন টেনে নেয় নাদুসনুদুস কচি লাউয়ের চারা।
দাঁড়াই গিয়ে উঠোন কোণে নরম পায়ে নিজে
শিশিরকণায় শীতের দিনে দু’টি পা-ই ভিজে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মনের কথা পাতার বুকে

আপডেট সময় : ১০:৫৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১

মহিউদ্দিন বিন জুবায়েদ : সকাল হলে ভাল্লাগেনা থাকতে শুয়ে শুয়ে
মিষ্টি হাওয়া অনুভবে যায় যে ছুঁয়ে ছুঁয়ে।
গাছের ডালে মিষ্টি সুরে নানান পাখি ডাকে
দৃষ্টি তখন সকাল ঘিরে দেশের ছবি আঁকে।

আকাশ থেকে নেমে আসা রবির আলো মেখে
মনের দুঃখ সব কালিমা দেই পকেটে রেখে।
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এই পৃথিবীর রূপে
তাই তো ভোরে না ঘুমিয়ে নেই কুড়িয়ে লুফে।

সুবাস আসে নাকের পরে ফুটলে কদম কেয়া
জানলা খুলে চেয়ে দেখি বর্ষাকালের দেয়া।
শুয়ে থাকা ভাল্লাগেনা ছুটি ফুলের দিকে
মনের কথা পাতার বুকে আঙুলে দেই লিখে।

এই তো আমার সকালবেলা এই তো জীবনধারা
মন টেনে নেয় নাদুসনুদুস কচি লাউয়ের চারা।
দাঁড়াই গিয়ে উঠোন কোণে নরম পায়ে নিজে
শিশিরকণায় শীতের দিনে দু’টি পা-ই ভিজে।