পোড়া লাশের গন্ধ : বাতাসে আজ ভাসছে যেনো
পোড়া লাশের গন্ধ,
সন্তান শোকে ব্যাকুল কাতর
মুহ্যমান মা অন্ধ।
নিরব নিথর পোড়া দেহ
চিনবে কেমন করে?
তোমার আঁচল দাও বিছিয়ে
একটু রাখো ধরে।
বাঁচার আকুল আকাঙ্ক্ষা যে
মাগো আমার ছিলো,
অনল আগুন প্রাণটা কেনো
আমার কেড়ে নিলো?
মরণ আমার আসবে সে দিন
জানবো কেমন করে,
প্রাণটা ছাড়া আমার দেহ
রইল যে হায় পড়ে।
বুকের ভেতর তোমায় দেখার
কতই ছিলো আশা,
নদীর বুকেৃৃ. অগ্নি- বারুদ
কাড়লো মুখের ভাষা।
মরণ কালে তোমার স্মৃতি
ভুলতে নাহি পারি,
চিৎকার করে বাঁচতে চেয়ে
মায়ার ভুবন ছাড়ি।
আসবে না আর খোকন ফিরে
তোমার চোখের পানে,
মাগো তোমার মধুর ডাকটা
শুনবো না যে কানে।
মাগো তোমার কোমল হৃদয়
ছেলের করবে ক্ষমা,
মরণ ডাকে ছাড়লাম ভুবন
থাকলো স্মৃতি জমা।