ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

দেশে করোনা শনাক্ত ৫০০ ছুঁই ছুঁই মৃত্যু ১

  • আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯৫ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আজ করোনায় মৃত্যু আগের দিনের সমান হলেও নতুন রোগী বেড়েছে প্রায় ১০০। গতকাল করোনায় ১ জনের মৃত্যু এবং ৩৯৭ জন রোগী শনাক্ত হয়েছিলেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ১০ শতাংশ।
করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৩ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭২ জন সুস্থ হয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

দেশে করোনা শনাক্ত ৫০০ ছুঁই ছুঁই মৃত্যু ১

আপডেট সময় : ১২:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯৫ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আজ করোনায় মৃত্যু আগের দিনের সমান হলেও নতুন রোগী বেড়েছে প্রায় ১০০। গতকাল করোনায় ১ জনের মৃত্যু এবং ৩৯৭ জন রোগী শনাক্ত হয়েছিলেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ৯১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২ দশমিক ১০ শতাংশ।
করোনার ডেলটা ধরনের দাপটে এ বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। কয়েক সপ্তাহ ধরে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৬৩ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪১৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭২ জন সুস্থ হয়েছেন।