প্রত্যাশা ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে ক্রিপ্টো সম্পদের বাজার মূল্য আগের বছরের তুলনায় ১০ গুণ বেশি। আর এই তথ্য উঠে এসেছে আইএমএফের প্রতিবেদন থেকেই। আইএমএফের সহকারী বিভাগ প্রধান ইভান পাপ্পাজিওর্জিও বলেছেন, ক্রিপ্টোকারেন্সি বাজার নজর কাড়ার মতো বেড়েছে। পুরো প্রক্রিয়াটি উল্লেখযোগ্য স্থিতিশীলতা দেখাচ্ছে, কিন্তু বেশ কিছু কৌতূহল উদ্দীপক স্ট্রেস টেস্টও হয়েছে। ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা খাতের যে বিষয়গুলো নিয়ে আইএমএফ সবচেয়ে বেশি শঙ্কিত তার মধ্যে প্রথমেই আছে এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। যাঁরা ক্রিপ্টোকারেন্সির মাঠে নেমেছেন তাঁদের ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছে আইএমএফ। এমন পরিস্থিতিতে এই খাতে যথেষ্ট নজরদারির অভাব রয়েছে এবং ভেতরের খুঁটিনাটি প্রকাশ করা হচ্ছে না। এই প্রযুক্তি অর্থপাচার এবং সন্ত্রাসী ও উগ্রপন্থীগোষ্ঠীগুলোর জন্য লেনদেনের মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে আশঙ্কা আইএমএফের। এই খাতে বিনিয়োগ আরো নিরাপদ করতে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানিয়েছে বিভিন্ন সংস্থা।