নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর মনোহরদীতে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটায় মনোহরদী উপজেলার নারান্দি শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে তৃতীয় জানাযার উদ্দেশে হেলিকাপ্টারে পুনরায় ঢাকায় নেওয়া হয় এই বর্ষীয়ান সাংবাদিকের মরদেহ। রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৪৫ সালের ৩০ নভেম্বর নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ১৩ ডিসেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি শনিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। মনোহরদীতে সর্বস্তরের সাধারণ মানুষ তার জানাযায় অংশ গ্রহণ করে।
দ্বিতীয় জানাজা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ