সাজু কবীর : মনের ভেতর খুলে দিলে
রাজমুকুট মাথায় চড়ে,
ছাদবাগান খোঁপায় দিলে
বিনা যুদ্ধে রাজ্য বাড়ে,
দিলের দরদ বাড়িয়ে দিলেই
সিংহাসনটা দখল-ই থাকে,
আলো-আঁধারে থাকলে পাশে
ভালোভাবে রাজ্য চলে,
প্রীতিমোড়া মোড়ক দিলে
দাস-দাসী সব ছুটে আসে,
দারুণ মজার রাজ্যটিতে
আমি যে একনায়ক রাজা,
বিরোধীদল নেই তো হেথা
নেই কো হেথায় কোন সাজা।