মজনু মিয়া : সবুজের বুকে হলুদ সরষে ফুলের সমারোহ
যেন হলুদের সমুদ্রে ডুবে আছি।
একটা কাকতাড়ুয়া দু’হাত প্রসারিত
নিরবে দাঁড়িয়ে আছে।
কিছু সময় পর সম্মুখ হলো এ যেন আমার
প্রতীক্ষিত প্রহরা দার।
হঠাৎ হলুদ শাড়ী পরনে তুমি এলে এলোকেশে
হারিয়ে গেলাম তোমাতে।
আমার পলক পড়ল না আগের কোনো কিছু ভেবে
তোমার ভাবনা আসতেই শরীর ঘেমে গেল!
তারপর তোমার হাত ধরে কাকতাড়ুয়ার মতো
দু’হাত ছড়িয়ে হাঁটতে লাগলাম অজানায়।