ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দফায় দফায় ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক

  • আপডেট সময় : ১২:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পরপর ছয়বার কেঁপে উঠল সিলেট নগরী ও আশপাশের এলাকা। কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়বার ভূমিকম্প হয়েছে দেশের পূর্বাঞ্চলের এই মহানগরীতে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। প্রতিবার ভূকম্পনের সময় সাধারণ মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
গতকাল শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে তৃতীয় এবং ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূকম্পন অনুভূত হয়। এরপর দুপুর ২টা থেকে ৩টার মধ্যে আরও দুইবার ভূমিকম্প হয়। সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান জানান, টানা ছয়বার ভূকম্পন অনুভূত হয়েছে। তার মধ্যে দুই নম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। সিলেটের ঠিক কোন স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই বিষয়টি এখনো জানা যায়নি। এদিকে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য সিলেট খুবই ঝুঁকিপূর্ণ। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দফায় দফায় ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক

আপডেট সময় : ১২:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

প্রত্যাশা ডেস্ক : পরপর ছয়বার কেঁপে উঠল সিলেট নগরী ও আশপাশের এলাকা। কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়বার ভূমিকম্প হয়েছে দেশের পূর্বাঞ্চলের এই মহানগরীতে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। প্রতিবার ভূকম্পনের সময় সাধারণ মানুষ আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
গতকাল শনিবার সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে তৃতীয় এবং ১১টা ৩৪ মিনিটে চতুর্থবার ভূকম্পন অনুভূত হয়। এরপর দুপুর ২টা থেকে ৩টার মধ্যে আরও দুইবার ভূমিকম্প হয়। সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান জানান, টানা ছয়বার ভূকম্পন অনুভূত হয়েছে। তার মধ্যে দুই নম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। সিলেটের ঠিক কোন স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এই বিষয়টি এখনো জানা যায়নি। এদিকে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান, সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য সিলেট খুবই ঝুঁকিপূর্ণ। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।