ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

চুরি হয়ে গেল ৫৮ ফুট দীর্ঘ আস্ত সেতু

  • আপডেট সময় : ১২:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : কত কিছুই তো চুরি হয়। কিন্তু আস্ত একটি সেতু চুরির ঘটনা বিরল বটে। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে। ৫৮ ফুট দীর্ঘ ওই সেতুর খোঁজে হন্যে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেতুটিতে ব্যবহৃত উপাদান বিক্রির জন্যই এই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স-৮-এর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওহাইও অঙ্গরাজ্যের লিটল কুয়াহোগা রিভার নামের এক নদীসংলগ্ন মিডলবারি রান নামের একটি পার্কে পথচারীদের যাতায়াতের জন্য ব্রোঞ্জ দিয়ে ওই সেতু নির্মাণ করা হয়েছিল। সেতুটি কীভাবে চুরি করে নিয়ে যাওয়া হলো, সেটা বুঝতে পারছে না স্থানীয় পুলিশ। জলাভূমি সংস্কারের অংশ হিসেবে নেওয়া একটি প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ হাজার মার্কিন ডলার খরচ করে সেতুটি পুনর্র্নিমাণের পরিকল্পনা করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। পুনর্র্নিমাণের অংশ হিসেবে পাশেই সিবার্লিং স্ট্রিট নামের একটি সড়কের পাশে একটি মাঠের ভেতর সেতুটির পুরো অবকাঠামো নিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি পুলিশ জানতে পারে, সেই সেতু চুরি হয়ে গেছে। তবে কবে কখন থেকে সেতুটি উধাও, তা তারা নিশ্চিত করে জানাতে পারেনি।
স্থানীয় সংবাদমাধ্যম আকরন বিকন জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা বলেছেন, চোরেরা কয়েক ধাপে সেতুটি চুরি করেছে। প্রথমে তারা সেতুটির অবকাঠামোটি খুলে আলাদা করে। এরপর সেগুলো নিয়ে যায়। পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট মাইক মিলার বলেন, সেতুটি এমনভাবে তৈরি করা, যেটি খুলে ফেলা সহজ হয়েছে। পুলিশ বলেছে, তারা নিশ্চিত নয় সেতুটি দিয়ে চোরেরা কী করতে চায়। তবে এই সেতুর উপাদান দিয়ে অন্য কাজ করা যাবে। এ বিষয়ে মিলার বলেন, সেতুটি বাগান ঘেরা ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করা যেতে পারে। তবে পুলিশের ধারণা, সেতু যে বিক্রি করা যায়, সেই ধারণা প্রমাণ করতেই চাইছে চোরেরা। সেতু চুরির ঘটনার কোনো তথ্য থাকলে তা দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চুরি হয়ে গেল ৫৮ ফুট দীর্ঘ আস্ত সেতু

আপডেট সময় : ১২:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : কত কিছুই তো চুরি হয়। কিন্তু আস্ত একটি সেতু চুরির ঘটনা বিরল বটে। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে। ৫৮ ফুট দীর্ঘ ওই সেতুর খোঁজে হন্যে পুলিশ। ধারণা করা হচ্ছে, সেতুটিতে ব্যবহৃত উপাদান বিক্রির জন্যই এই চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ফক্স-৮-এর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওহাইও অঙ্গরাজ্যের লিটল কুয়াহোগা রিভার নামের এক নদীসংলগ্ন মিডলবারি রান নামের একটি পার্কে পথচারীদের যাতায়াতের জন্য ব্রোঞ্জ দিয়ে ওই সেতু নির্মাণ করা হয়েছিল। সেতুটি কীভাবে চুরি করে নিয়ে যাওয়া হলো, সেটা বুঝতে পারছে না স্থানীয় পুলিশ। জলাভূমি সংস্কারের অংশ হিসেবে নেওয়া একটি প্রকল্পের অধীনে সেতুটি নির্মাণ করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ হাজার মার্কিন ডলার খরচ করে সেতুটি পুনর্র্নিমাণের পরিকল্পনা করেছিল স্থানীয় কর্তৃপক্ষ। পুনর্র্নিমাণের অংশ হিসেবে পাশেই সিবার্লিং স্ট্রিট নামের একটি সড়কের পাশে একটি মাঠের ভেতর সেতুটির পুরো অবকাঠামো নিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি পুলিশ জানতে পারে, সেই সেতু চুরি হয়ে গেছে। তবে কবে কখন থেকে সেতুটি উধাও, তা তারা নিশ্চিত করে জানাতে পারেনি।
স্থানীয় সংবাদমাধ্যম আকরন বিকন জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত কর্মকর্তারা বলেছেন, চোরেরা কয়েক ধাপে সেতুটি চুরি করেছে। প্রথমে তারা সেতুটির অবকাঠামোটি খুলে আলাদা করে। এরপর সেগুলো নিয়ে যায়। পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট মাইক মিলার বলেন, সেতুটি এমনভাবে তৈরি করা, যেটি খুলে ফেলা সহজ হয়েছে। পুলিশ বলেছে, তারা নিশ্চিত নয় সেতুটি দিয়ে চোরেরা কী করতে চায়। তবে এই সেতুর উপাদান দিয়ে অন্য কাজ করা যাবে। এ বিষয়ে মিলার বলেন, সেতুটি বাগান ঘেরা ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করা যেতে পারে। তবে পুলিশের ধারণা, সেতু যে বিক্রি করা যায়, সেই ধারণা প্রমাণ করতেই চাইছে চোরেরা। সেতু চুরির ঘটনার কোনো তথ্য থাকলে তা দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।