ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

দেশে পরিবেশ দূষণ প্রকট হচ্ছে

  • আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস বলেছেন, পরিবেশ দূষণ একটি আন্তর্জাতিক সমস্যা। আর এ সমস্যা বাংলাদেশে বর্তমানে অতি প্রকট আকার ধারণ করছে। অথচ মানবীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ উপাদান বায়ু, যার অনুপস্থিতি মানবজাতির তথা গোটা প্রাণীকুলের ও উদ্ভিদের প্রাণনাশের কারণ।
পরিবেশ দূষণের কারণ হলো- অপরিকল্পিতভাবে কৃষি জমিতে ইটভাটা নির্মাণ করা, অটো রাইস মিলের কালো ধোঁয়া, দিনাজপুরের পরিবেশকে নষ্ট করছে। পরিবেশ দূষণ রোধে আমাদেরকে অধিক হারে সচেতন হতে হবে। আসুন আমরা এমন একটি পরিবেশ রেখে যাই, যা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য।
গতকাল রোববার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুরে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) আয়োজনে সরকারি-বেসরকারি ও কমিউনিটির অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিবেশ দূষণ বিষয়ক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনডিএফ-দিনাজপুরের পরিচালক ভিক্টোর লাকড়া’র সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান। স্বাগত বক্তব্য দেন এনডিএফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ইনচার্জ যোসেফ মিনজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনডিএফের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মেজবাউল সরকার। প্রবন্ধের উপর মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র প্রভাষক কিশোর কুমার অধিকারী, এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন, রাইস মিলের পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, ইউপি সদস্যা লক্ষ্মী রাণী দেব প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হয়ে চলতে চায়: পররাষ্ট্র উপদেষ্টা

দেশে পরিবেশ দূষণ প্রকট হচ্ছে

আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস বলেছেন, পরিবেশ দূষণ একটি আন্তর্জাতিক সমস্যা। আর এ সমস্যা বাংলাদেশে বর্তমানে অতি প্রকট আকার ধারণ করছে। অথচ মানবীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ উপাদান বায়ু, যার অনুপস্থিতি মানবজাতির তথা গোটা প্রাণীকুলের ও উদ্ভিদের প্রাণনাশের কারণ।
পরিবেশ দূষণের কারণ হলো- অপরিকল্পিতভাবে কৃষি জমিতে ইটভাটা নির্মাণ করা, অটো রাইস মিলের কালো ধোঁয়া, দিনাজপুরের পরিবেশকে নষ্ট করছে। পরিবেশ দূষণ রোধে আমাদেরকে অধিক হারে সচেতন হতে হবে। আসুন আমরা এমন একটি পরিবেশ রেখে যাই, যা হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য।
গতকাল রোববার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের পশ্চিম শিবরামপুরে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) আয়োজনে সরকারি-বেসরকারি ও কমিউনিটির অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিবেশ দূষণ বিষয়ক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনডিএফ-দিনাজপুরের পরিচালক ভিক্টোর লাকড়া’র সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান। স্বাগত বক্তব্য দেন এনডিএফের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ইনচার্জ যোসেফ মিনজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনডিএফের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মেজবাউল সরকার। প্রবন্ধের উপর মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র প্রভাষক কিশোর কুমার অধিকারী, এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন, রাইস মিলের পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান, ইউপি সদস্যা লক্ষ্মী রাণী দেব প্রমুখ।