ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

কোটালীপাড়ায় নৌকা প্রতিকের পোস্টারে আগুন

  • আপডেট সময় : ১২:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১৫৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার আগুন দেওয়া হয়েছে। শুয়াগ্রাম ইউনিয়ন নারায়ণখানা, সাতুরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ জানিয়েছেন। তিনি বলেন, “শনিবার রাতে আমার নেতা-কর্মীরাদের সঙ্গে উপজেলা সদরে আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যাই। আমার ধারণা, এ সুযোগে আমার প্রতীপক্ষ আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন খান রিন্টুর কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিছে।” অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন খান রিন্টু বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমি নির্বাচন করছি কথাটা সঠিক। তবে আমার কোনো কর্মী-সমর্থক মাঠে নেই।” শুয়াগ্রাম ইউনিয়ন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসীম উদ্দীন শেখ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৬ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার সাতটি ইউনিয়নে চতুর্থ ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

কোটালীপাড়ায় নৌকা প্রতিকের পোস্টারে আগুন

আপডেট সময় : ১২:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার আগুন দেওয়া হয়েছে। শুয়াগ্রাম ইউনিয়ন নারায়ণখানা, সাতুরিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ জানিয়েছেন। তিনি বলেন, “শনিবার রাতে আমার নেতা-কর্মীরাদের সঙ্গে উপজেলা সদরে আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যাই। আমার ধারণা, এ সুযোগে আমার প্রতীপক্ষ আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন খান রিন্টুর কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিছে।” অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন খান রিন্টু বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমি নির্বাচন করছি কথাটা সঠিক। তবে আমার কোনো কর্মী-সমর্থক মাঠে নেই।” শুয়াগ্রাম ইউনিয়ন নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জসীম উদ্দীন শেখ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৬ ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার সাতটি ইউনিয়নে চতুর্থ ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে।