ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আফগান ইস্যুকে প্রাধান্য দেবে ওআইসি, আশা ইমরানের

  • আপডেট সময় : ১২:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা প্রকাশ করেছেন, ৫৭ সদস্যের মুসলিম জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনের প্রস্তুতি নিতে গত শনিবার ওআইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর ইমরান এসব কথা বলেন।
গতকাল রোববার পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে ভাষণ দেবেন ইমরান খান। গত শনিবার এক টুইটার পোস্টে ইমরান লিখেছেন, ‘ওআইসির সদস্য দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক, বন্ধু, সহযোগী ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে পাকিস্তানে স্বাগত জানাচ্ছি। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ এ অধিবেশনের মধ্য দিয়ে আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শোচনীয় মানবিক পরিস্থিতি মোকাবিলায় আমাদের করণীয় নির্ধারণ করা হবে।’
পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি অধিবেশনস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আশা করা হচ্ছে, আফগানিস্তানে মানবেতর পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজিত এ বিশেষ বৈঠক ইতিবাচক ফল বয়ে আনবে।’ ৫৭ দেশের মধ্যে প্রায় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি এ বৈঠকে যোগ দেবেন। অপর ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাদের উপমন্ত্রীরা। বাকি দেশগুলো তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য পাঠিয়েছে।
জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার কর্মকর্তাদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওআইসিভুক্ত না হলেও জাপান ও জার্মানির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আফগান ইস্যুকে প্রাধান্য দেবে ওআইসি, আশা ইমরানের

আপডেট সময় : ১২:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা প্রকাশ করেছেন, ৫৭ সদস্যের মুসলিম জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে প্রাধান্য দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনের প্রস্তুতি নিতে গত শনিবার ওআইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর ইমরান এসব কথা বলেন।
গতকাল রোববার পাকিস্তানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে ভাষণ দেবেন ইমরান খান। গত শনিবার এক টুইটার পোস্টে ইমরান লিখেছেন, ‘ওআইসির সদস্য দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক, বন্ধু, সহযোগী ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে পাকিস্তানে স্বাগত জানাচ্ছি। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ এ অধিবেশনের মধ্য দিয়ে আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শোচনীয় মানবিক পরিস্থিতি মোকাবিলায় আমাদের করণীয় নির্ধারণ করা হবে।’
পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি অধিবেশনস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আশা করা হচ্ছে, আফগানিস্তানে মানবেতর পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজিত এ বিশেষ বৈঠক ইতিবাচক ফল বয়ে আনবে।’ ৫৭ দেশের মধ্যে প্রায় ২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সরাসরি এ বৈঠকে যোগ দেবেন। অপর ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাদের উপমন্ত্রীরা। বাকি দেশগুলো তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য পাঠিয়েছে।
জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার কর্মকর্তাদের অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওআইসিভুক্ত না হলেও জাপান ও জার্মানির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।