প্রযুক্তি ডেস্ক : এ বছরের এপিকটা অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় অংশ নিয়ে দুইটি শ্রেণিতে বিজয়ী এবং দুইটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইসিটি সংশ্লিষ্ট সংগঠনগুলোর শীর্ষ জোট এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (এপিকটা)। ১৭ সদস্য অর্থনীতির এ জোটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস (বেসিস)।
এবারের প্রতিযোগিতায় পাবলিক সেক্টর ও ডিজিটাল গভর্নমেন্ট শ্রেণিতে বিজয়ী হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শ্রেণিতে বিজয়ী হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)। এ ছাড়াও ‘টারশিয়ারি স্টুডেন্ট’ শ্রেণিতে মেরিট অ্যাওয়ার্ড জিতেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এবং ‘সিনিয়র স্টুডেন্ট’ শ্রেণিতে মেরিট অ্যাওয়ার্ড জিতেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিযোগিতায় এ বছরই প্রথম বাংলাদেশের অংশ নেওয়ার কথা জানিয়েছে বেসিস। এতে বেসিসের সদস্য প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা কয়েক ধাপে যাচাই বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন শ্রেণিতে মোট ৪০টি প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানিয়েছে সংগঠনটি।
১ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত বিচারকাজ সম্পন্ন হয়ে ১৫ ডিসেম্বর বিজয়ী ঘোষণা করে এপিকটা। এবারের প্রতিযোগিতার আয়োজক ছিল মালেয়েশিয়া। এর আগে ২০১৭ সালে এটি বাংলাদেশে অনিুষ্ঠিত হয়। এপিকটার সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই দারুসসালাম, চীন, চীনা তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নেপাল। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিচারক হিসেবে বেসিস নির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ আলমাস কবীর, সিনিয়ার সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি মুশফিকুর রহমান, পরিচালক রাশাদ কবির অংশ নেন বলে জানিয়েছে বেসিস।
এবারের এপিকটা আসরে ৪ অ্যাওয়ার্ড বাংলাদেশের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ