প্রযুক্তি ডেস্ক : ডিজনির চ্যানেলগুলো ধরে রাখতে ব্যর্থ হয়েছে ইউটিউব টিভি। প্ল্যাটফর্মটিতে এবিসি, ইএসপিএন এবং ন্যাশনাল জিওগ্রাফিকের মতো ডিজনি পরিচালিত চ্যানেলগুলোর সরে যাওয়ার পরপরই স্ট্রিমিং সেবাটির মাসিক খরচ কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি নিয়ে একমত হতে পারেনি ইউটিউব ও ডিজনি। এর ফলে শুক্রবার থেকেই ডিজনি নেটওয়ার্কের পরিচালিত চ্যানেলগুলো আর ইউটিউব টিভি-তে দেখতে পারছেন না টিভি-স্ট্রিমিং সেবাটির গ্রাহকরা। এর পরপরই সেবাটির মাসিক খরচ ১৫ ডলার কমিয়ে ৫০ ডলারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সেবাটি জানিয়েছে, ডিজিনির সঙ্গে কোনো “ন্যায়সঙ্গত চুক্তিতে” পৌঁছাতে পারেনি তারা। গ্রাহকদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি বলেছে, “আমরা জানি যে খবরটি আমাদের ক্রেতাদের জন্য হতাশার এবং এটা আমরাও চাইনি। আমরা আপনাদের পক্ষ থেকে তাদের কনটেন্ট ইউটিউব টিভি-তে ফিরিয়ে আনার লক্ষ্যে ডিজনির সঙ্গে আলোচনা চালিয়ে যাবো।”
সংবাদমাধ্যমগুলোয় পাঠানো এক বিবৃতিতে ডিজনিও দর্শকদের ভোগান্তির বিষয়টি স্বীকার করে বলেছে, “দর্শকদের অসুবিধা কমিয়ে আনতে গুগলের সঙ্গে যতো দ্রুত সম্ভব ন্যায়সঙ্গত চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত আছি আমরা। আশা করছি গুগলও আমাদের এই চেষ্টায় অংশ নেবে।”
সম্প্রতি নিজস্ব হার্ডওয়্যার থেকে ইউটিউব টিভি অ্যাপ বাদ দিয়েছে মার্কিন ডিজিটাল মিডিয়া প্লেয়ার নির্মাতা রোকু (জড়শঁ)। রোকুর সঙ্গে গুগলের ওই বিবাদ গুরুত্ব পেয়েছে সংবাদমাধ্যমগুলোর কাছে। চলতি বছরের এপ্রিলে দুই প্রতিষ্ঠানের মধ্যে যে লড়াই শুরু হয়েছিল তার পর্দা পড়েছে ৮ ডিসেম্বর, দুই প্রতিষ্ঠানের মধ্যেকার পুরনো চুক্তি শেষ হওয়ার একদিন আগে। অন্যদিকে, অক্টোবর মাসেই পুরনো চুক্তির সময়সীমা বাড়িয়েছে ইউটিউব ও এনবিসিইউনিভার্সাল।
ডিজনির সঙ্গে নতুন চুক্তি প্রসঙ্গে সর্বশেষ খবর পেতে সেবাগ্রাহকদের জন্য আলাদা একটি ওয়েবপেইজের লিংক-ও দিয়েছে ইউটিউব। চুক্তি নবায়নে ব্যর্থতায় কোন চ্যানেলগুলো বাদ পড়ছে, মূল্য ছাড় এবং ডিজনির কনটেন্ট দেখার বিকল্প উপায়নহ নানা বিষয়ের তথ্য রয়েছে ওই পেইজটিতে।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি নবায়ন হলে যে কোনো সময়েই ইউটিউব টিভি-তে ফিরে আসতে পারে ডিজনির কনটেন্ট। তবে সাইটটির মতে, দুই প্রতিষ্ঠানের মতের গরমিলে সবচেয়ে বেশি ভুগবেন খেলাধুলার কনটেন্টের ভক্তরাই।