ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সত্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: নজরুল

  • আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষকে ‘ভুল’ তথ্য দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
“আমাদেরকে মুক্তিযুদ্ধে ইতিহাসের সত্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলব, অপচেষ্টা হচ্ছে,” বলেছেন তিনি।
বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে বাংলাদেশে যিনি প্রথম বলেছিলেন ‘উই রিভোল্ট’, সেই মানুষটার নাম মেজর জিয়াউর রহমান। তার কণ্ঠেই প্রথম আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি রেডিওতে।
“কেউ এখন আইন করে কিংবা কোনো আদালত রায় দিয়ে যদি আমাকে বলে, তুমি নিজের কানে যা শুনেছ, সেটা বিশ্বাস কর না। আমি কী করে তা মানব?”
বাহান্নোর ভাষা আন্দোলন থেকে ১৯৭২ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের স্মরণ করে নজরুল বলেন, “শুধুই যদি আমরা কেউ নিজেরা এই গৌরবকে দখল করতে চাই, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এটা অন্যায়।
“আজকে এই মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি-
‘‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াসহ তার দুই সন্তানকে পাকিস্তান হানাদার বাহিনীর কারাগারে মাসের পর মাস কাটাতে হয়েছে। তারা মুক্তিযোদ্ধা। তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা।”
এই চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়। তারা সাদা কাগজে রঙ ও রেখায় নানা মুক্তিযুদ্ধে বিজয়ের নানা বিষয় ফুটিয়ে তোলে। শিশু-কিশোরদের উদ্দেশে নজরুল বলেন, “তোমরা সত্য জানার চেষ্টা কর। মনে রাখবে, মিথ্যা জানা জ্ঞান নয়। যারা মিথ্যা জানাতে চায়, তারা আমাদেরকে অজ্ঞানতার অভিশাপে আবদ্ধ করতে চায়।”
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহবায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি আবদুল হাই শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষযক সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ছিলেন মীর নেওয়াজ আলী, সেলিম রেজা হাবিব, মেজবাহ আহমেদ, আবদুল বারী ড্যানি, আমিনুল ইসলাম, আবেদ রাজা, খান রবিউল ইসলাম রবি, ফরিদা ইয়াসমীন, মহসিন মন্টু, শাহজাহান মিয়া সম্রাট, রীতা আলী প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সত্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে: নজরুল

আপডেট সময় : ০১:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষকে ‘ভুল’ তথ্য দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
“আমাদেরকে মুক্তিযুদ্ধে ইতিহাসের সত্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি বলব, অপচেষ্টা হচ্ছে,” বলেছেন তিনি।
বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে বাংলাদেশে যিনি প্রথম বলেছিলেন ‘উই রিভোল্ট’, সেই মানুষটার নাম মেজর জিয়াউর রহমান। তার কণ্ঠেই প্রথম আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি রেডিওতে।
“কেউ এখন আইন করে কিংবা কোনো আদালত রায় দিয়ে যদি আমাকে বলে, তুমি নিজের কানে যা শুনেছ, সেটা বিশ্বাস কর না। আমি কী করে তা মানব?”
বাহান্নোর ভাষা আন্দোলন থেকে ১৯৭২ পর্যন্ত রাজনৈতিক সংগ্রামের যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের স্মরণ করে নজরুল বলেন, “শুধুই যদি আমরা কেউ নিজেরা এই গৌরবকে দখল করতে চাই, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না, এটা অন্যায়।
“আজকে এই মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি-
‘‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াসহ তার দুই সন্তানকে পাকিস্তান হানাদার বাহিনীর কারাগারে মাসের পর মাস কাটাতে হয়েছে। তারা মুক্তিযোদ্ধা। তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা।”
এই চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়। তারা সাদা কাগজে রঙ ও রেখায় নানা মুক্তিযুদ্ধে বিজয়ের নানা বিষয় ফুটিয়ে তোলে। শিশু-কিশোরদের উদ্দেশে নজরুল বলেন, “তোমরা সত্য জানার চেষ্টা কর। মনে রাখবে, মিথ্যা জানা জ্ঞান নয়। যারা মিথ্যা জানাতে চায়, তারা আমাদেরকে অজ্ঞানতার অভিশাপে আবদ্ধ করতে চায়।”
বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহবায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি আবদুল হাই শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষযক সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ছিলেন মীর নেওয়াজ আলী, সেলিম রেজা হাবিব, মেজবাহ আহমেদ, আবদুল বারী ড্যানি, আমিনুল ইসলাম, আবেদ রাজা, খান রবিউল ইসলাম রবি, ফরিদা ইয়াসমীন, মহসিন মন্টু, শাহজাহান মিয়া সম্রাট, রীতা আলী প্রমুখ।