ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

ওয়ারফেইজ, অর্থহীনসহ ১৫ ব্যান্ড আসছে ঢাকা রক ফেস্টে

  • আপডেট সময় : ১২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ওয়ারফেইজ, অর্থহীন, অ্যাভোয়েডরাফাসহ দেশে ১৫ ব্যান্ডের অংশগ্রহণে রাজধানীতে বসছে ‘ঢাকা রক ফেস্ট ২.০।’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে ২৩ ডিসেম্বর এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর গেইট খুলে দেওয়া হবে; সকাল ১১ টা থেকে এ আয়োজন চলবে দিনভর।
এতে ওয়ারফেইজ, অর্থহীন, অ্যাভোয়েডরাফা ছাড়াও অংশ নেবে ক্রিপটিকফেইট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রক্ষ্মপুত্র, দ্য ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড, ক্যালিপসো। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মতো এবারের আসর বসছে। স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, “তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। করোনাভাইরাসের কারণে গত বছর ঢাকা রক ফেস্ট আমরা আয়োজন করতে পারি নাই। তবে আমরা আশা করছি আগামী বছরগুলোতে নিয়মিত এই রক কনসার্ট আয়োজন করা হবে।” এ কনসার্টের টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। যঃঃঢ়ং://মবঃংবঃৎড়পশ.পড়স/-এই ঠিকানায় গিয়ে ২২ ডিসেম্বর পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ওয়ারফেইজ, অর্থহীনসহ ১৫ ব্যান্ড আসছে ঢাকা রক ফেস্টে

আপডেট সময় : ১২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : ওয়ারফেইজ, অর্থহীন, অ্যাভোয়েডরাফাসহ দেশে ১৫ ব্যান্ডের অংশগ্রহণে রাজধানীতে বসছে ‘ঢাকা রক ফেস্ট ২.০।’
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে ২৩ ডিসেম্বর এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘ঢাকা রক ফেস্ট ২.০’-এর গেইট খুলে দেওয়া হবে; সকাল ১১ টা থেকে এ আয়োজন চলবে দিনভর।
এতে ওয়ারফেইজ, অর্থহীন, অ্যাভোয়েডরাফা ছাড়াও অংশ নেবে ক্রিপটিকফেইট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রক্ষ্মপুত্র, দ্য ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড, ক্যালিপসো। স্কাই ট্র্যাকার লিমিটেডের আয়োজনে ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বারের মতো এবারের আসর বসছে। স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, “তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হচ্ছে। করোনাভাইরাসের কারণে গত বছর ঢাকা রক ফেস্ট আমরা আয়োজন করতে পারি নাই। তবে আমরা আশা করছি আগামী বছরগুলোতে নিয়মিত এই রক কনসার্ট আয়োজন করা হবে।” এ কনসার্টের টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। যঃঃঢ়ং://মবঃংবঃৎড়পশ.পড়স/-এই ঠিকানায় গিয়ে ২২ ডিসেম্বর পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।