ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

জাদুঘরে ঠাঁই পাচ্ছে অ্যাজাজের ১০ উইকেটের সেই বল

  • আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইতে গড়ে তোলার হচ্ছে একটি ক্রিকেট জাদুঘর। নাম দেয়া হচ্ছে ‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জাদুঘর (এমসিএ মিউজিয়াম)।’ এই মিউজিয়ামে প্রদর্শনের জন্য নিজের ঐতিহাসিক বলটি দান করে দিলেন নিউজিল্যান্ডের স্পিনার অ্যাজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে সম্প্রতি এই মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই এক ইনিংসে একা ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান অ্যাজাজ প্যাটেল। ক্রিকেট ইতিহাসে যা মাত্র তৃতীয় ঘটনা। ১০ উইকেট নেয়ার সেই বলটিই তিনি দিয়ে দিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জাদুঘরের জন্য। অ্যাজাজ প্যাটেল যে বলটি এমসিএকে দান করেছেন, সে বিষয়টি নিশ্চিত করেছেন এমসিএর সভাপতি বিজয় পাতিল। শিগগিরই উদ্বোধন হতে যাওয়া জাদুঘরে ‘প্রাইড অফ প্লেসে’ জায়গা পাবে আজাজ প্যাটেলের এক ইনিংসে দশ উইকেট নেওয়া ‘ঐতিহাসিক’ বলটি।
বলটি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেয়ার পর তাকে ধন্যবাদ জানান এমসিএ সভাপতি বিজয় পাতিল। তিনি বলেন, ‘ওয়াংখেড়েতে সে (আজাজ প্যাটেল) যে কৃতিত্ব অর্জন করেছে তা এককথায় অনবদ্য। বিষয়টি হল, সে যে এই কৃতিত্ব মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়েতে গড়েছে তা আমাদের আরও একটি সুযোগ দিয়েছে এই ঐতিহাসিক মাঠে আরও এক ইতিহাসকে উপভোগ করার।’ উল্লেখ্য ৩৩ বছর বয়সী আজাজ প্যাটেল টেস্টের ১৪৪ বছরের ইতিহাসে তৃতীয় বোলার যিনি এক ইনিংসে বিপক্ষের ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। তার আগে জিম লেকার (১৯৫৬) এবং অনিল কুম্বলে (১৯৯৯) এই কৃতিত্ব গড়েছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জাদুঘরে ঠাঁই পাচ্ছে অ্যাজাজের ১০ উইকেটের সেই বল

আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইতে গড়ে তোলার হচ্ছে একটি ক্রিকেট জাদুঘর। নাম দেয়া হচ্ছে ‘মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জাদুঘর (এমসিএ মিউজিয়াম)।’ এই মিউজিয়ামে প্রদর্শনের জন্য নিজের ঐতিহাসিক বলটি দান করে দিলেন নিউজিল্যান্ডের স্পিনার অ্যাজাজ প্যাটেল। ভারতের বিপক্ষে সম্প্রতি এই মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামেই এক ইনিংসে একা ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান অ্যাজাজ প্যাটেল। ক্রিকেট ইতিহাসে যা মাত্র তৃতীয় ঘটনা। ১০ উইকেট নেয়ার সেই বলটিই তিনি দিয়ে দিলেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জাদুঘরের জন্য। অ্যাজাজ প্যাটেল যে বলটি এমসিএকে দান করেছেন, সে বিষয়টি নিশ্চিত করেছেন এমসিএর সভাপতি বিজয় পাতিল। শিগগিরই উদ্বোধন হতে যাওয়া জাদুঘরে ‘প্রাইড অফ প্লেসে’ জায়গা পাবে আজাজ প্যাটেলের এক ইনিংসে দশ উইকেট নেওয়া ‘ঐতিহাসিক’ বলটি।
বলটি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেয়ার পর তাকে ধন্যবাদ জানান এমসিএ সভাপতি বিজয় পাতিল। তিনি বলেন, ‘ওয়াংখেড়েতে সে (আজাজ প্যাটেল) যে কৃতিত্ব অর্জন করেছে তা এককথায় অনবদ্য। বিষয়টি হল, সে যে এই কৃতিত্ব মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়েতে গড়েছে তা আমাদের আরও একটি সুযোগ দিয়েছে এই ঐতিহাসিক মাঠে আরও এক ইতিহাসকে উপভোগ করার।’ উল্লেখ্য ৩৩ বছর বয়সী আজাজ প্যাটেল টেস্টের ১৪৪ বছরের ইতিহাসে তৃতীয় বোলার যিনি এক ইনিংসে বিপক্ষের ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। তার আগে জিম লেকার (১৯৫৬) এবং অনিল কুম্বলে (১৯৯৯) এই কৃতিত্ব গড়েছিলেন।