ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

৩১০ কেজির নীলকান্তমণি

  • আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ঘরের ঠিক মাঝখানে টেবিলের ওপর রাখা বিশাল একটি পাথর। তবে যেনতেন পাথর নয়, এটি ভীষণ দামি রতœপাথর নীলকান্তমণি। ওজন প্রায় ৩১০ কেজি। বিশাল এই রতœপাথরটির প্রদর্শনী হয়েছে গত রোববার শ্রীলঙ্কায়। ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এই রতœ ও এর প্রদর্শনী। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক নীলকান্তমণি। প্রায় তিন মাস আগে শ্রীলঙ্কার রতœসম্পদে পরিপূর্ণ রতœপুরা এলাকার একটি খনিতে বিশালাকারের এই নীলকান্তমণির সন্ধান মেলে। ওই এলাকার খনিগুলো দামি রতœপাথরের জন্য বিশেষভাবে পরিচিত। শ্রীলঙ্কার ‘রতœ রাজধানী’ নামে ডাকা হয় রতœপুরাকে।
এত দিন স্থানীয় খনিমালিক ও বিশেষজ্ঞরা এটি পরীক্ষা–নিরীক্ষা করেছেন। এরপর গত রোববার এটির প্রদর্শনীর আয়োজন করা হয়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে কালুতারা জেলার হোরানা শহরের একজন খনিমালিকের বাড়িতে প্রদর্শনীটির আয়োজন করা হয়। সেখানকার রতœ বিশেষজ্ঞরা বলেন, প্রায় ৩১০ কেজি ওজনের এই নীলকান্তমণিটি অত্যন্ত বিরল ও দামি। বিশ্বে এর আগে এত বড় প্রাকৃতিক নীলকান্তমণির সন্ধান পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক পর্যায়ের রতœ বিশেষজ্ঞরা আগে এটি পরীক্ষা করে দেখবেন। তারপর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

৩১০ কেজির নীলকান্তমণি

আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : ঘরের ঠিক মাঝখানে টেবিলের ওপর রাখা বিশাল একটি পাথর। তবে যেনতেন পাথর নয়, এটি ভীষণ দামি রতœপাথর নীলকান্তমণি। ওজন প্রায় ৩১০ কেজি। বিশাল এই রতœপাথরটির প্রদর্শনী হয়েছে গত রোববার শ্রীলঙ্কায়। ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এই রতœ ও এর প্রদর্শনী। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক নীলকান্তমণি। প্রায় তিন মাস আগে শ্রীলঙ্কার রতœসম্পদে পরিপূর্ণ রতœপুরা এলাকার একটি খনিতে বিশালাকারের এই নীলকান্তমণির সন্ধান মেলে। ওই এলাকার খনিগুলো দামি রতœপাথরের জন্য বিশেষভাবে পরিচিত। শ্রীলঙ্কার ‘রতœ রাজধানী’ নামে ডাকা হয় রতœপুরাকে।
এত দিন স্থানীয় খনিমালিক ও বিশেষজ্ঞরা এটি পরীক্ষা–নিরীক্ষা করেছেন। এরপর গত রোববার এটির প্রদর্শনীর আয়োজন করা হয়। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে কালুতারা জেলার হোরানা শহরের একজন খনিমালিকের বাড়িতে প্রদর্শনীটির আয়োজন করা হয়। সেখানকার রতœ বিশেষজ্ঞরা বলেন, প্রায় ৩১০ কেজি ওজনের এই নীলকান্তমণিটি অত্যন্ত বিরল ও দামি। বিশ্বে এর আগে এত বড় প্রাকৃতিক নীলকান্তমণির সন্ধান পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক পর্যায়ের রতœ বিশেষজ্ঞরা আগে এটি পরীক্ষা করে দেখবেন। তারপর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।