ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

যশোরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে সমন জারি

  • আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আওয়ামীল লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে যশোরের আদালত সমন জারি করেছে। তাছাড়া মাদারীপুরের আদালতে তার বিরুদ্ধে আরেকটি মানহানি মামলার আবেদন করা হয়েছে। যশোরে মামলাটি করেছেন জেলার মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
বাদীর আইনজীবী সুব্রত ব্যানার্জি বলেন, “সম্প্রতি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের আক্রমণাত্মক, মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারমাধ্যমে এসেছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি করা হয়েছে।
“বাদী গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে এমন বক্তব্য শুনে আহত হয়েছেন। এ কারণে তিনি ন্যায়বিচার প্রত্যাশায় আদালতের শরণাপন্ন হয়েছেন।”
আইনজীবী বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় আদালত অভিযোগ আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছে। আদালত আগামী ১৮ জানুয়ারি বিবাদীকে আদালতে হাজির হতে বলেছে। প্রায় একই সময় মাদারীপুরের বিচারিক হাকিম ফয়সাল আল-মামুনের আদালতে আরেকটি মামলার আবেদন করেছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী জাফর ইমাম সুজন। আবেদনে তিনি অভিযোগ করেছেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল গত ১ অক্টোবর ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন। সেই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও মানহানিকর বক্তব্য দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যশোরে বিএনপি নেতা আলালের বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় : ১২:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : আওয়ামীল লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে দায়ের করা মানহানি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে যশোরের আদালত সমন জারি করেছে। তাছাড়া মাদারীপুরের আদালতে তার বিরুদ্ধে আরেকটি মানহানি মামলার আবেদন করা হয়েছে। যশোরে মামলাটি করেছেন জেলার মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।
বাদীর আইনজীবী সুব্রত ব্যানার্জি বলেন, “সম্প্রতি বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের আক্রমণাত্মক, মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারমাধ্যমে এসেছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানি করা হয়েছে।
“বাদী গত ৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে এমন বক্তব্য শুনে আহত হয়েছেন। এ কারণে তিনি ন্যায়বিচার প্রত্যাশায় আদালতের শরণাপন্ন হয়েছেন।”
আইনজীবী বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় আদালত অভিযোগ আমলে নিয়ে সমন জারির নির্দেশ দিয়েছে। আদালত আগামী ১৮ জানুয়ারি বিবাদীকে আদালতে হাজির হতে বলেছে। প্রায় একই সময় মাদারীপুরের বিচারিক হাকিম ফয়সাল আল-মামুনের আদালতে আরেকটি মামলার আবেদন করেছেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী জাফর ইমাম সুজন। আবেদনে তিনি অভিযোগ করেছেন, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল গত ১ অক্টোবর ঢাকায় বিএনপির এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেন এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেন। সেই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও মানহানিকর বক্তব্য দেন।