ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

পদত্যাগ করলেন মেয়র আইভী

  • আপডেট সময় : ০২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আইভীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন জানান, আগামী ১৬ ডিসেম্বর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেন। নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র হিসেবে তিনি মঙ্গলবার শেষ অফিস করেছেন। আইভী জানান, আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালেও তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সফলভাবে মেয়রের দায়িত্ব পালন করেন। এবার তিনি মেয়র পদে তৃতীয় বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পদত্যাগ করলেন মেয়র আইভী

আপডেট সময় : ০২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকালে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। আইভীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন জানান, আগামী ১৬ ডিসেম্বর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেন। নির্বাচনে ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র হিসেবে তিনি মঙ্গলবার শেষ অফিস করেছেন। আইভী জানান, আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৬ সালেও তিনি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে সফলভাবে মেয়রের দায়িত্ব পালন করেন। এবার তিনি মেয়র পদে তৃতীয় বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।