ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনের পাল্টা হুঁশিয়ারি

  • আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মানবাধিকার হরণের অভিযোগ এনে বেইজিং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন যুক্তরাষ্ট্রকে সর্তক করে দিয়ে বলেছেন, কোনও ‘বেপরোয়া’ পদক্ষেপ নেওয়া হলে ‘পাল্টা আঘাতে’ প্রতিক্রিয়া জানাবে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) চীন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় মিয়ানমার, উত্তর কোরিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও রাখা হয়। চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবেন ওই নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী পদক্ষেপ’ আখ্যা দেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত প্রত্যাহার এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চীনা স্বার্থের ক্ষতি করা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি
গত সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবেন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে, তাহলে চীন দৃঢ়ভাবে পাল্টা আঘাত করতে কার্যকর পদক্ষেপ নেবে।’
এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে নেওয়া হয় যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলন থেকে বাদ পড়ে চীন। ওই সম্মেলনে বাইডেন সারা বিশ্বে গণতন্ত্র শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার কথা জানান এবং যুক্তরাষ্ট্রে গণতন্ত্রপন্থী আইন প্রণয়নে সমর্থন কামনা করেন। সোমবার ওয়াং ওয়ানবেন বেইজিং নিজেদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনের পাল্টা হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : মানবাধিকার হরণের অভিযোগ এনে বেইজিং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন যুক্তরাষ্ট্রকে সর্তক করে দিয়ে বলেছেন, কোনও ‘বেপরোয়া’ পদক্ষেপ নেওয়া হলে ‘পাল্টা আঘাতে’ প্রতিক্রিয়া জানাবে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত শুক্রবার (১০ ডিসেম্বর) চীন সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মানবাধিকার সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এই তালিকায় মিয়ানমার, উত্তর কোরিয়া এবং বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও রাখা হয়। চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবেন ওই নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী পদক্ষেপ’ আখ্যা দেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত প্রত্যাহার এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চীনা স্বার্থের ক্ষতি করা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি
গত সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবেন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে, তাহলে চীন দৃঢ়ভাবে পাল্টা আঘাত করতে কার্যকর পদক্ষেপ নেবে।’
এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে নেওয়া হয় যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলন থেকে বাদ পড়ে চীন। ওই সম্মেলনে বাইডেন সারা বিশ্বে গণতন্ত্র শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার কথা জানান এবং যুক্তরাষ্ট্রে গণতন্ত্রপন্থী আইন প্রণয়নে সমর্থন কামনা করেন। সোমবার ওয়াং ওয়ানবেন বেইজিং নিজেদের জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষার প্রতিশ্রুতিতে অবিচল।