ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

কোভিডের ছোবলে স্থগিত রোনালদোদের ম্যাচ

  • আপডেট সময় : ১২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় অনিশ্চয়তা জেগেছিল ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের ম্যাচটি নিয়ে। শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল প্রিমিয়ার লিগের ম্যাচটি। নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দেড়টায় ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল। টটেনহ্যাম হটস্পারের অনেক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির দুটি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়ে গেছে। লেস্টার সিটি শিবিরেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ। এরপর মূল দলে কয়েকজন খেলোয়াড় ও স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় সোমবার নিজেদের ট্রেনিং কমপ্লেক্স অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধের ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচটি যথাসময়ের আয়োজন সম্ভব কি-না বা নিরাপদ হবে কি-না, এ বিষয়ে লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়। এরপরই আসে ম্যাচ স্থগিতের এই সিদ্ধান্ত। গত ৭ দিনে প্রিমিয়ার লিগে নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, গত জানুয়ারির পর এই প্রথম এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গেল। গত ৬ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে করা মোট তিন হাজার ৮০৫টি নমুনা পরীক্ষার ফলাফল এটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোভিডের ছোবলে স্থগিত রোনালদোদের ম্যাচ

আপডেট সময় : ১২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের মূল দলে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় অনিশ্চয়তা জেগেছিল ব্রেন্টফোর্ডের বিপক্ষে তাদের ম্যাচটি নিয়ে। শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল প্রিমিয়ার লিগের ম্যাচটি। নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত দেড়টায় ব্রেন্টফোর্ডের মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল। টটেনহ্যাম হটস্পারের অনেক খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলটির দুটি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়ে গেছে। লেস্টার সিটি শিবিরেও ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ। এরপর মূল দলে কয়েকজন খেলোয়াড় ও স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় সোমবার নিজেদের ট্রেনিং কমপ্লেক্স অন্তত ২৪ ঘণ্টার জন্য বন্ধের ঘোষণা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরই ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডের ম্যাচটি যথাসময়ের আয়োজন সম্ভব কি-না বা নিরাপদ হবে কি-না, এ বিষয়ে লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়। এরপরই আসে ম্যাচ স্থগিতের এই সিদ্ধান্ত। গত ৭ দিনে প্রিমিয়ার লিগে নতুন করে ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, গত জানুয়ারির পর এই প্রথম এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা চল্লিশ ছাড়িয়ে গেল। গত ৬ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে করা মোট তিন হাজার ৮০৫টি নমুনা পরীক্ষার ফলাফল এটি।