ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নির্বাচনী প্রচারে আরব সাগর তীরের রাজ্যে মমতা

  • আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ১০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণা চালাতে আরব সাগর তীরের ছোট রাজ্য গোয়া সফরে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে গত রোববার সন্ধ্যায় মমতা গোয়ায় পৌঁছান। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপিকে হটিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ সফরে মমতা গোয়ার রাজনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় বেশ কিছু বিজেপি ও কংগ্রেস নেতার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা। মমতা জানান, বিজেপির শাসনে ক্ষুব্ধ ও অতিষ্ঠ গোয়ার মানুষ তৃণমূলকে চাইছে। একমাত্র মমতাই মোদিকে হঠাতে পারবেন বলে গোয়ার বাসিন্দাদের ধারণা। আজ সোমবার বিকেলে গোয়ার বেনাউইলিম এলাকায় একটি এবং কাল মঙ্গলবার পানজিম ও আসানোরা এলাকায় দুটি জনসভায় মমতার যোগ দেওয়ার কথা।
কয়েক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোয়া সফরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় ক্ষমতায় গেলে রাজ্যের সব নারীকে মাসিক পাঁচ হাজার রুপি করে ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল বলেন, ‘মুখ্যমন্ত্রী গোয়ায় যাচ্ছেন, যান। আমাদের কিছু বলার নেই। কারণ, বিজেপি গোয়ায় প্রচ- শক্তিশালী। বাস্তবের সঙ্গে সম্পর্কহীন ঘোষণা দিচ্ছে তৃণমূল। জিতলে তারা নাকি সব নারীদের পাঁচ হাজার রুপি করে ভাতা দেবেন। গোয়ায় নারীদের সংখ্যা কত এবং তাদের মাসে পাঁচ হাজার রুপি করে দিলে কত টাকা প্রয়োজন? কোথা থেকে তা আসবে? তারাও জানেন যে ক্ষমতায় তারা আসবে না, ফলে দিতেও হবে না।’ গোয়া রাজ্যে বিধানসভার আসনসংখ্যা ৪০। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। রাজ্যটিতে এখন বিজেপি দলীয় সরকার ক্ষমতায় রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনী প্রচারে আরব সাগর তীরের রাজ্যে মমতা

আপডেট সময় : ০১:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণা চালাতে আরব সাগর তীরের ছোট রাজ্য গোয়া সফরে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে গত রোববার সন্ধ্যায় মমতা গোয়ায় পৌঁছান। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদল বিজেপিকে হটিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের সরকার গঠনে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
এ সফরে মমতা গোয়ার রাজনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করবেন। এ সময় বেশ কিছু বিজেপি ও কংগ্রেস নেতার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা। মমতা জানান, বিজেপির শাসনে ক্ষুব্ধ ও অতিষ্ঠ গোয়ার মানুষ তৃণমূলকে চাইছে। একমাত্র মমতাই মোদিকে হঠাতে পারবেন বলে গোয়ার বাসিন্দাদের ধারণা। আজ সোমবার বিকেলে গোয়ার বেনাউইলিম এলাকায় একটি এবং কাল মঙ্গলবার পানজিম ও আসানোরা এলাকায় দুটি জনসভায় মমতার যোগ দেওয়ার কথা।
কয়েক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোয়া সফরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ায় ক্ষমতায় গেলে রাজ্যের সব নারীকে মাসিক পাঁচ হাজার রুপি করে ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল বলেন, ‘মুখ্যমন্ত্রী গোয়ায় যাচ্ছেন, যান। আমাদের কিছু বলার নেই। কারণ, বিজেপি গোয়ায় প্রচ- শক্তিশালী। বাস্তবের সঙ্গে সম্পর্কহীন ঘোষণা দিচ্ছে তৃণমূল। জিতলে তারা নাকি সব নারীদের পাঁচ হাজার রুপি করে ভাতা দেবেন। গোয়ায় নারীদের সংখ্যা কত এবং তাদের মাসে পাঁচ হাজার রুপি করে দিলে কত টাকা প্রয়োজন? কোথা থেকে তা আসবে? তারাও জানেন যে ক্ষমতায় তারা আসবে না, ফলে দিতেও হবে না।’ গোয়া রাজ্যে বিধানসভার আসনসংখ্যা ৪০। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। রাজ্যটিতে এখন বিজেপি দলীয় সরকার ক্ষমতায় রয়েছে।