ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র একটি গণবিধ্বংসী অস্ত্র: চীন

  • আপডেট সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে একটি গণবিধ্বংসী অস্ত্রের সঙ্গে তুলনা করল চীন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন শেষ হতে না হতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।
গতকাল শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন গণতন্ত্র দীর্ঘদিন ধরে গণবিধ্বংসী অস্ত্র হয়ে উঠেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে হস্তক্ষেপ করতে ব্যবহার করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মতাদর্শগত কুসংস্কারের লাইন আঁকতে, গণতন্ত্রকে কৌশলীকরণ করার লক্ষ্যেই গণতন্ত্র সম্মেলনের আয়োজন করে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া। এ দুটি দেশের অভিযোগ, স্নায়ুযুদ্ধের সময়কার আদর্শগত বিভাজন উসকে দিচ্ছে বাইডেন।
যুক্তরাষ্ট্র বরাবরই চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধের কথা অস্বীকার করে। তবে মানবাধিকার, বাণিজ্য ও তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে বিরোধ রয়েছে দেশটির।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র একটি গণবিধ্বংসী অস্ত্র: চীন

আপডেট সময় : ১১:২৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে একটি গণবিধ্বংসী অস্ত্রের সঙ্গে তুলনা করল চীন। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন শেষ হতে না হতেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।
গতকাল শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন গণতন্ত্র দীর্ঘদিন ধরে গণবিধ্বংসী অস্ত্র হয়ে উঠেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশে হস্তক্ষেপ করতে ব্যবহার করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মতাদর্শগত কুসংস্কারের লাইন আঁকতে, গণতন্ত্রকে কৌশলীকরণ করার লক্ষ্যেই গণতন্ত্র সম্মেলনের আয়োজন করে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া। এ দুটি দেশের অভিযোগ, স্নায়ুযুদ্ধের সময়কার আদর্শগত বিভাজন উসকে দিচ্ছে বাইডেন।
যুক্তরাষ্ট্র বরাবরই চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধের কথা অস্বীকার করে। তবে মানবাধিকার, বাণিজ্য ও তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে বিরোধ রয়েছে দেশটির।