ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

প্রধানমন্ত্রী চাইলেও সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারেন না: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট সময় : ০১:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কিছু কিছু অ্যাকশন আছে, প্রধানমন্ত্রী চাইলেও নিতে পারেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী (ডা. মুরাদ হাসান) অন্যায় আচরণ করেছিলেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ওই মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাকে (মুরাদ হাসান) প্রধানমন্ত্রী চাইলেও সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারেন না। তিনি নির্বাচিত সংসদ সদস্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী যা করতে পারতেন তা সঙ্গে সঙ্গে করেছেন। এক মিনিটও অপেক্ষা করেননি। তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তার রিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকশন নিতে জামালপুর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটি সুপারিশ করেছে। কাল পরশু কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে বসলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। সংসদ সদস্য থেকে তাকে বাদ দেওয়ার ক্ষমতা সরকারের নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংসদ, সরকার নয়। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নুরুল হক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ২০১৬ সালে জেলা ক্রীড়া সংস্থার অব্যবহৃত ভবনে সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের যাত্রা শুরু হয়। দুই বছর পর শহরের জেল রোড এলাকায় ৩০ শতক জায়গার স্কুলের কার্যক্রম শুরু হয়। জেলার বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক ও তার পরিবারের পৃষ্ঠপোষকতায় পৃষ্টপোষকতায় একতলা বিশিষ্ট নুরুল হক ভবনে এখন থেকে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস করবেন। স্কুলের ৯০ জন শিক্ষার্থীকে সাতটি পৃথক বিষয়ে হাতে কলমে শিক্ষা দেবেন শিক্ষকরা। আলোচনা সভাশেষে মন্ত্রীকে ও মঞ্চে আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন শেষে সেখানে কোনো মাওলানা না থাকায় মন্ত্রী নিজেই মোনাজাত ধরেন। মোনাজাতে মন্ত্রী বলেন, ‘হে আল্লাহ সকল অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও। মোনাজাতে তিনি আরও বলেন, ‘হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।’ এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ। মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী চাইলেও সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারেন না: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় : ০১:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : কিছু কিছু অ্যাকশন আছে, প্রধানমন্ত্রী চাইলেও নিতে পারেন না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, সরকারের একজন প্রতিমন্ত্রী (ডা. মুরাদ হাসান) অন্যায় আচরণ করেছিলেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। ওই মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। তাকে (মুরাদ হাসান) প্রধানমন্ত্রী চাইলেও সংসদ সদস্য পদ থেকে বাদ দিতে পারেন না। তিনি নির্বাচিত সংসদ সদস্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী যা করতে পারতেন তা সঙ্গে সঙ্গে করেছেন। এক মিনিটও অপেক্ষা করেননি। তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। তার রিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অ্যাকশন নিতে জামালপুর জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটি সুপারিশ করেছে। কাল পরশু কেন্দ্রীয় কমিটি মিটিংয়ে বসলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। সংসদ সদস্য থেকে তাকে বাদ দেওয়ার ক্ষমতা সরকারের নেই। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংসদ, সরকার নয়। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নুরুল হক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ২০১৬ সালে জেলা ক্রীড়া সংস্থার অব্যবহৃত ভবনে সুনামগঞ্জে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের যাত্রা শুরু হয়। দুই বছর পর শহরের জেল রোড এলাকায় ৩০ শতক জায়গার স্কুলের কার্যক্রম শুরু হয়। জেলার বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক ও তার পরিবারের পৃষ্ঠপোষকতায় পৃষ্টপোষকতায় একতলা বিশিষ্ট নুরুল হক ভবনে এখন থেকে স্কুলের শিক্ষার্থীরা ক্লাস করবেন। স্কুলের ৯০ জন শিক্ষার্থীকে সাতটি পৃথক বিষয়ে হাতে কলমে শিক্ষা দেবেন শিক্ষকরা। আলোচনা সভাশেষে মন্ত্রীকে ও মঞ্চে আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন শেষে সেখানে কোনো মাওলানা না থাকায় মন্ত্রী নিজেই মোনাজাত ধরেন। মোনাজাতে মন্ত্রী বলেন, ‘হে আল্লাহ সকল অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও। মোনাজাতে তিনি আরও বলেন, ‘হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।’ এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ। মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।