কবিতা জাহান : সাদা মনে তোমায় আমি
বেসেছি যে ভালো
তোমায় ছাড়া জীবন আমার
হয়ে যাবে কালো।
বিধির কাছে তোমায় ছাড়া
চাইনা আর কিছু
সুখে-দুখে তোমায় যেনো
পাই যে আমার পিছু।
বাড়ি গাড়ি চাইনা কিছু
চাই না দামি শাড়ি
তোমার জন্যে দিতে রাজি
সাত সমুদ্র পাড়ি।
হৃদ ভূমিতে তোমার নামে
নানা ফুল ফোটে
ভালোবাসি এই কথাটি
থাকে সদা ঠোঁটে।