কনক কুমার প্রামানিক : দিন দিন অসহায় এ পৃথিবীর মানুষ
প্রভাবশালী জীবাণুতে হারিয়ে যায় হুশ।
নিত্য মানুষ মরছে বিশ্বের দেশে দেশে
শোকে কাতর এ মন, হৃদয় ভরে ক্লেশে।
কোভিড আসে পৃথিবীতে মহামারী হয়ে
থমকে গেছে এ ধরা আতঙ্কে আর ভয়ে।
ডেলটা নামে নব রুপে ভারতীয় ধরণ
শক্তিশালী হয়ে বাড়ায় মানুষের মরণ।
মহামারি আসছে ধেয়ে ওমিক্রন হয়ে
অনিশ্চত জীবন যাচ্ছে ক্রমে ক্ষয়ে।