ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

মেসিকে ক্লাবে রাখতে লাপোর্তার নতুন প্রস্তাব

  • আপডেট সময় : ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আগামী জুন মাসেই স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরপর ইচ্ছা করলেই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। তবে মেসিকে ছাড়তে চাইছেন না বার্সা সভাপতি লাপোর্তা। ছয়বারের ব্যালন ডিঅর জয়ীকে ধরে রাখতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন তিনি। বার্সেলোনার অডিট রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেসিকে দেয়ার ক্ষেত্রেও বেশ একটা জটিলতা রয়েছে। কিন্তু হুয়ান লাপোর্তা কোনো কিছুর জন্যই আর অপেক্ষা করতে রাজি নন। এ কারণে, আনুষ্ঠানিক প্রস্তাবটা তিনি দিয়ে দিলেন মেসিকে। টিভি থ্রি জানিয়েছে মেসিকে দেয়া বার্সার এই আনুষ্ঠানিক প্রস্তাবটি সম্পর্কে। তারা একই সঙ্গে জানিয়েছে, মেসি এখনও বার্সকে কোনো জবাব দেয়নি। তিনি মূলতঃ ২০২১-২২ মৌসুমের জন্য বার্সার পরিকল্পনা কী, তা না জানা পর্যন্ত কোনো জবাব দেবেনও না।
তবে নতুন চুক্তি অনুসারে বেতন কমে যাবে মেসির। করোনা মহামারির সময়ে ক্লাবের আর্থিক ক্ষতির কথা মাথায় রাখলে বিষয়টাকে অবশ্য অবধারিতই মনে হওয়ার কথা। এ চুক্তিতে বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক বাড়বে আরও দুই বছর, সঙ্গে এক বছর নবায়নের সম্ভাবনার দুয়ারও খোলা রাখছে কাতালানরা। এরপরের তিন কিংবা দুই বছর মেসি কাটাবেন যুক্তরাষ্ট্রে কিংবা কাতারে। সেখানে মেজর লিগ সকারে খেলে আর্জেন্টাইন তারকা আবারও ফিরবেন বার্সায়। তবে সেবার তার ভূমিকা হতে পারে ক্লাবের দূত। কিংবা কোচিংয়েও দেখা যেতে পারে তাকে; স্প্যানিশ সংবাদ মাধ্যমে ধারণা, তখন হয়তো ক্লাবের বয়সভিত্তিক কোনো দলের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। আর মেসি এখন আছেন আর্জেন্টিনায়, বিশ্বকাপ বাছাইপর্ব আর কোপা আমেরিকার জন্য নিচ্ছেন প্রস্তুতি। তবে সেজন্যে অবশ্য চুক্তির আলোচনা থেমে থাকবে না, মেসির বাবার সঙ্গে ঠিকই চুক্তির খুঁটিনাটি বিষয়ে চলবে বার্সেলোনার বৈঠক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মেসিকে ক্লাবে রাখতে লাপোর্তার নতুন প্রস্তাব

আপডেট সময় : ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১

ক্রীড়া ডেস্ক : আগামী জুন মাসেই স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এরপর ইচ্ছা করলেই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। তবে মেসিকে ছাড়তে চাইছেন না বার্সা সভাপতি লাপোর্তা। ছয়বারের ব্যালন ডিঅর জয়ীকে ধরে রাখতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেন তিনি। বার্সেলোনার অডিট রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব মেসিকে দেয়ার ক্ষেত্রেও বেশ একটা জটিলতা রয়েছে। কিন্তু হুয়ান লাপোর্তা কোনো কিছুর জন্যই আর অপেক্ষা করতে রাজি নন। এ কারণে, আনুষ্ঠানিক প্রস্তাবটা তিনি দিয়ে দিলেন মেসিকে। টিভি থ্রি জানিয়েছে মেসিকে দেয়া বার্সার এই আনুষ্ঠানিক প্রস্তাবটি সম্পর্কে। তারা একই সঙ্গে জানিয়েছে, মেসি এখনও বার্সকে কোনো জবাব দেয়নি। তিনি মূলতঃ ২০২১-২২ মৌসুমের জন্য বার্সার পরিকল্পনা কী, তা না জানা পর্যন্ত কোনো জবাব দেবেনও না।
তবে নতুন চুক্তি অনুসারে বেতন কমে যাবে মেসির। করোনা মহামারির সময়ে ক্লাবের আর্থিক ক্ষতির কথা মাথায় রাখলে বিষয়টাকে অবশ্য অবধারিতই মনে হওয়ার কথা। এ চুক্তিতে বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক বাড়বে আরও দুই বছর, সঙ্গে এক বছর নবায়নের সম্ভাবনার দুয়ারও খোলা রাখছে কাতালানরা। এরপরের তিন কিংবা দুই বছর মেসি কাটাবেন যুক্তরাষ্ট্রে কিংবা কাতারে। সেখানে মেজর লিগ সকারে খেলে আর্জেন্টাইন তারকা আবারও ফিরবেন বার্সায়। তবে সেবার তার ভূমিকা হতে পারে ক্লাবের দূত। কিংবা কোচিংয়েও দেখা যেতে পারে তাকে; স্প্যানিশ সংবাদ মাধ্যমে ধারণা, তখন হয়তো ক্লাবের বয়সভিত্তিক কোনো দলের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। আর মেসি এখন আছেন আর্জেন্টিনায়, বিশ্বকাপ বাছাইপর্ব আর কোপা আমেরিকার জন্য নিচ্ছেন প্রস্তুতি। তবে সেজন্যে অবশ্য চুক্তির আলোচনা থেমে থাকবে না, মেসির বাবার সঙ্গে ঠিকই চুক্তির খুঁটিনাটি বিষয়ে চলবে বার্সেলোনার বৈঠক।