ক্রীড়া ডেস্ক : ফেভারিট হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিল ভারত। আইপিএলে ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া ছিল দল। কিন্তু পাকিস্তানের কাছে অপ্রত্যাশিত হারে শুরুর পর নিউ জিল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার চড়া মাশুল দিতে হয়েছিল। সুপার টুয়েলভেই ছিটকে যায় তারা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি স্বীকার করলেন, সাম্প্রতিক সময়ে তার দেখা সবচেয়ে বাজে পারফরম্যান্স করেছে ভারত এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। টানা দুটি হারের পর ভারত আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারালেও নেট রান রেট ও অন্য ম্যাচের ফলের ভিত্তিতে যেতে পারত সেমিফাইনালে। কিন্তু পারেনি তারা। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে তুলনা করে সৌরভ এই আসরকে ভারতের জন্য সবচেয়ে বাজে অভিজ্ঞতার বললেন।
এক সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘সত্যি করে বললে, ২০১৭ (এবং) ২০১৯-এ আমি মনে করি ভারত ছিল ভালো। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ওভালে পাকিস্তানের কাছে ফাইনালে হারলাম, ওই সময় আমি ধারাভাষ্যকার ছিলাম। তারপর ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে আমরা গোটা সময় দারুণ ছিলাম, প্রত্যেককে হারিয়েছিলাম এবং সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারলাম- একটি বাজে দিন এবং দুই মাসের পুরো ভালো কাজ মুছে গেল।’ এরপরই এই বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে নিজের মতামত জানান সৌরভ, ‘(আমি) বেশ হতাশ, যেভাবে আমরা এই বিশ্বকাপে খেলেছি। আমি মনে করি গত চার-পাঁচ বছরে আমার দেখা সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল এটি।’
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ পারফরম্যান্সকে সবচেয়ে বাজে বললেন সৌরভ
                                 ট্যাগস :  
                                                            
							
                            
                                      জনপ্রিয় সংবাদ                                
                                 
																			 
										

























