ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

২ ক্যাটাগরি ফাঁকা রেখেই দেয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এই পুরস্কার প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইতোমধ্যে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকা শেষ করেছে জুরিবোর্ড। পুরস্কারে সম্ভাব্য বিজয়ীদের তালিকাও পাঠানো হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে ক্যাবিনেটের অনুমোদনের পরই ক্যাটাগরিভিত্তিক জয়ীদের নাম প্রকাশ করা হবে বলে জানান জুরিবোর্ডের সদস্য নিজামুল কবির। তিনি বলেন, ‘জাতীয় পুরস্কারের ২৮টি ক্যাটাগরির মধ্যে এ বছর ২৬টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সুপারিশ করেছে জুরিবোর্ড। দুটি ক্যাটাগরিতে কাউকে পাওয়া যায়নি। তবে সেরা অভিনেত্রী, অভিনেতা, খলনায়ক, পরিচালক, নৃত্য পরিচালক, সাজসজ্জার তালিকা করা হয়েছে। ’ নিজামুল কবির আরও বলেন, ‘মঙ্গলবার জুরিবোর্ডের শেষ সভায় আমাদের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ার কাজ শেষ করেছি। তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে অনুমোদন আসার পরই নাম প্রকাশ করা হবে। ’ তবে কোন দুটি ক্যাটাগরি এবার ফাঁকা থাকবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জুরি বোর্ডের এই সদস্য। এর আগে গেল আগস্টে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। এরপর জমা পড়ে মোট ২৭টি সিনেমা। এর মধ্যে রয়েছে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করলেন কারিগরির শিক্ষার্থীরা

২ ক্যাটাগরি ফাঁকা রেখেই দেয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এই পুরস্কার প্রদান করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইতোমধ্যে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্ভাব্য তালিকা শেষ করেছে জুরিবোর্ড। পুরস্কারে সম্ভাব্য বিজয়ীদের তালিকাও পাঠানো হচ্ছে তথ্য মন্ত্রণালয়ে। সেখান থেকে ক্যাবিনেটের অনুমোদনের পরই ক্যাটাগরিভিত্তিক জয়ীদের নাম প্রকাশ করা হবে বলে জানান জুরিবোর্ডের সদস্য নিজামুল কবির। তিনি বলেন, ‘জাতীয় পুরস্কারের ২৮টি ক্যাটাগরির মধ্যে এ বছর ২৬টি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সুপারিশ করেছে জুরিবোর্ড। দুটি ক্যাটাগরিতে কাউকে পাওয়া যায়নি। তবে সেরা অভিনেত্রী, অভিনেতা, খলনায়ক, পরিচালক, নৃত্য পরিচালক, সাজসজ্জার তালিকা করা হয়েছে। ’ নিজামুল কবির আরও বলেন, ‘মঙ্গলবার জুরিবোর্ডের শেষ সভায় আমাদের পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ার কাজ শেষ করেছি। তালিকা তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে অনুমোদন আসার পরই নাম প্রকাশ করা হবে। ’ তবে কোন দুটি ক্যাটাগরি এবার ফাঁকা থাকবে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জুরি বোর্ডের এই সদস্য। এর আগে গেল আগস্টে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২০ সালে মুক্তি পাওয়া সিনেমা আহ্বান করে তথ্য মন্ত্রণালয়। এরপর জমা পড়ে মোট ২৭টি সিনেমা। এর মধ্যে রয়েছে ১৪টি পূর্ণদৈর্ঘ্য, ৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৬টি প্রামাণ্যচিত্র।