সাজু কবীর : নিশুতির নিরব ক্রন্দন আমার এ
নিকানো উঠোন। বিয়ে-ভাঙ্গা কনের
বিপন্ন স্বপ্নের মতো আমার আলতা-
রাঙা গোলাঘর…
ধানের বাজনা, স্বাদ আর ঘ্রাণে ঘ্রাণে
আমোদিত অঘ্রাণের বাহারি বাতাস
নিয়ে আসে এ ডেরায় বীভৎস বিষাদ
কান্না আর অপমান…
খুঁটে খুঁটে খায় আমার নবান্ন-ধান
ঝাঁক ঝাঁক চড়ুইয়ের দুর্বৃত্ত ঠোঁট;
বিধবা উৎসব ফাঁসির দড়িতে ঝুলে
অথচ চারপাশে উৎসব আয়োজন…