বিল্লাল মাহমুদ মানিক : শীত মানে ঝিরিঝিরি হিমেল বাতাস,
মেঘহীন বিস্তৃত ধূসর আকাশ।
শীত মানে গাছে গাছে পাতা ঝরা খেলা,
বৃদ্ধ বটের তলে পৌষের মেলা।
শীত মানে পান করা খেজুরের রস,
উত্তাপহারা এক শীতল তাপস।
শীত মানে দিনভর চাষরত চাষী,
রোদের পরশে ঘাসে শিশিরের হাসি।
শীত মানে তরতাজা সবজি ও শাক,
খালে-বিলে ভিনদেশি পাখিদের ঝাঁক।
শীত মানে সুয়েটার, শাল গায়ে থাকা,
দিন-রাত মাঠ-ঘাট কুয়াশায় ঢাকা।
শীত মানে দাউদাউ খড়ের অনল-
গোল হয়ে জড়সড় পোহানো প্রবল।
শীত মানে সন্ধ্যায় ভলিবল খেলা,
ভয়ানক আলস্যে কাজে অবহেলা।
শীত মানে হলুদিয়া সরিষার মাঠ,
রাত জেগে সুর করে পুঁথি করা পাঠ।
শীত মানে পিঠাপুলি পায়েসের ধুম,
রাতভর লেপ-কাঁথা গায়ে দিয়ে ঘুম।