নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় তার সরকারি বাসভবনে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আইন আদালতের প্রতি আস্থা নেই বলেই বিএনপি নেতারা বেগম জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে আইন কোনো বাধা নয়, সরকার বাধা বলে বক্তব্য দিচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয়েছে তারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না।
বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, সরকার যদি অবৈধই হয় তাহলে এই অবৈধ সরকারের কাছে দাবি করছেন কেন? আর এই সরকার অবৈধই বা কি করে হয়? সংসদেতো আপনাদেরও বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।
ব্রিফিংয়ে ঢাকা সিটিতে বেশ কিছু পরিবহনের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া বাস্তবায়ন না করার যে অভিযোগ উঠেছে তা নিয়েও কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী।
পরিবহন মালিক শ্রমিকদের আবারও অনুরোধ করে সেতুমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।
পরিবহন মালিক শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কথা দিয়ে কথা রাখুন। আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন?
বিএনপি নেতারা আইন-আদালতের তোয়াক্কা করে না: কাদের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ