ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

উন্নয়ন অর্জনের প্রধান অন্তরায় সাম্প্রদায়িক শক্তি: কাদের

  • আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক শক্তি দেশের উন্নয়ন অর্জনে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এই শক্তির প্রধান পৃষ্ঠপোষক বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের। নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
এসময় বাংলাদেশের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের রুখে দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করেন না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ। তাদের আমাদের প্রয়োজন নেই। তাদের রুখতে হবে।
বর্তমানে সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে বলে মন্ত্রী। এর একটি হলো করোনাভাইরাস। অপরটি সাম্প্রদায়িক অপশক্তি। ওবায়দুল কাদের বলেন, কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি।
‘কাক ও কোকিলের পার্থক্য দেখতে হবে। কোনটা দাঁড় কাক আর কোনটা ময়ুর, সেটা দেখতে হবে। জাতির আত্মা হচ্ছে সংস্কৃতি। এ আত্মাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’
এসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতিপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের।
বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছে না বলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।
বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখতে পায় না, খুঁজে পায় না গণতন্ত্র- মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপির উদ্দেশে কাদের আরও বলেন, তাদের মুখে গণতন্ত্রের কথা ভূতের মুখে রাম নাম। তারা সব কিছুতে ব্যর্থ, নিজেদের নেত্রীকে মুক্ত করতে পারেননি। নেত্রীর মুক্তির জন্য রাস্তায় একটি মিছিলও করতে পারেননি। শেখ হাসিনা মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন। সাম্প্রদায়িক রাজনীতি আর সাম্প্রদায়িক শক্তির ধারক বাহক বিএনপি। তাদের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেয়নি, দেবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উন্নয়ন অর্জনের প্রধান অন্তরায় সাম্প্রদায়িক শক্তি: কাদের

আপডেট সময় : ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রদায়িক শক্তি দেশের উন্নয়ন অর্জনে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি এই শক্তির প্রধান পৃষ্ঠপোষক বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের। নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
এসময় বাংলাদেশের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের রুখে দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করেন না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ। তাদের আমাদের প্রয়োজন নেই। তাদের রুখতে হবে।
বর্তমানে সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে বলে মন্ত্রী। এর একটি হলো করোনাভাইরাস। অপরটি সাম্প্রদায়িক অপশক্তি। ওবায়দুল কাদের বলেন, কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি।
‘কাক ও কোকিলের পার্থক্য দেখতে হবে। কোনটা দাঁড় কাক আর কোনটা ময়ুর, সেটা দেখতে হবে। জাতির আত্মা হচ্ছে সংস্কৃতি। এ আত্মাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’
এসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতিপ্রেমীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কাদের।
বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছে না বলে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।
বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখতে পায় না, খুঁজে পায় না গণতন্ত্র- মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপির উদ্দেশে কাদের আরও বলেন, তাদের মুখে গণতন্ত্রের কথা ভূতের মুখে রাম নাম। তারা সব কিছুতে ব্যর্থ, নিজেদের নেত্রীকে মুক্ত করতে পারেননি। নেত্রীর মুক্তির জন্য রাস্তায় একটি মিছিলও করতে পারেননি। শেখ হাসিনা মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন। সাম্প্রদায়িক রাজনীতি আর সাম্প্রদায়িক শক্তির ধারক বাহক বিএনপি। তাদের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেয়নি, দেবে না।