ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বিশ্বজুড়ে ছড়াচ্ছে উচ্চঝুঁকির ওমিক্রন, প্রস্তুতি নিতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৭৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ওমিক্রন উচ্চঝুঁকির, প্রস্তুতি নিতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা : করোনাভাইরাসের সদ্য চিহ্নিত হওয়া নতুন ধরন ‘ওমিক্রন’ উচ্চঝুঁকির বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্বেগজনক এই ধরনটি মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে সতর্কতাবিষয়ক এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ওমিক্রন মহামারির পুরো চিত্র আরও বিপর্যয়কর করে তুলতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ‘ওমিক্রন’ শনাক্তের পর বিশ্বজুড়ে শঙ্কা বাড়ছে। একের পর এক দেশে করোনার এই নতুন ধরন ছড়িয়ে পড়ছে। করোনার ‘উদ্বেগজনক’ এই নতুন ধরন থেকে নিজেদের সীমান্তকে নিরাপদ রাখতে আফ্রিকার দেশগুলোর ওপর অন্তত ৪৪টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, মূল করোনাভাইরাস ও তার অন্যান্য রূপান্তরিত ধরনসমূহের তুলনায় ওমিক্রনের স্পাইক প্রোটিনের সংখ্যা অনেক বেশি। যে কারণে এটির বিস্তার রুখতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ১৯৪টি সদস্যদেশকে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত ওমিক্রনের কারণে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ দেখা দিলে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও দ্রুত পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। একের পর এক দেশে ছড়াচ্ছে করোনার এই নতুন ধরন। এরইমধ্যে কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সম্প্রতি আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর গত কয়েক দিনে বিশ্বের অনেক দেশে বিস্তার ঘটিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। গত রোববার নতুন করে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। করোনার এ ধরনের বিস্তার ঠেকাতে অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়ে আবার ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে করোনার ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে। তবে সংস্থাটি বলেছে, করোনার নতুন এ ধরন অন্যান্য ধরনের তুলনায় বেশি সংক্রামক বা এ ধরনের সংক্রমণে রোগীর অবস্থা আরও বেশি গুরুতর হয় কি না, সেটা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গত রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেন, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ও অন্য বৈশিষ্ট্য নিয়ে স্পষ্ট হতে এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার জন্য আরও আনুমানিক দুই সপ্তাহ সময় লাগবে।
ডব্লিউএইচও জানিয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত অনুসারে, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়ছে। ধারণা করা হচ্ছে, সার্বিক সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির হার বাড়ছে। ওমিক্রনের ভয়াবহতা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। ওমিক্রন শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এসব শঙ্কার মধ্যে রয়েছে ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর কি না। দুই বছর ধরে এ মহামারির প্রকোপের পর সম্প্রতি সচল হওয়া অর্থনীতিক কার্যক্রমকে আবার অচল করে দিতে পারে-এমন আশঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করছে। ডব্লিউএইচও বলেছে, কোভিড-১৯ ঠেকাতে টিকাসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব বুঝতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে তারা। যুক্তরাজ্য বলেছে, বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার জি-৭ দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিকে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যাওয়া ছয় শতাধিক যাত্রীর ১৩ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ডাচ্ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ। দুটি ফ্লাইটে তাঁরা নেদারল্যান্ডসে এসেছেন। ওই দুই ফ্লাইটের মোট ৬১ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিউগো ডি জঙ্গে জানান, সম্ভবত আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, এ সংখ্যাটা তার মধ্যে সামান্য একটু অংশ।
গত সপ্তাহে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে ডব্লিউএইচও। ধারণা করা হচ্ছে, আগের ধরনগুলোর চেয়ে এটি বেশি সংক্রামক। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে অনেক দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা অথবা বিভিন্ন বিধিনিষেধ জারি করছে। ওমিক্রন নিয়ে এমন উদ্বেগের মধ্যে গত শুক্রবার বিশ্বের আর্থিক বাজারগুলোতে দরপতন হয়েছে এবং একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য পড়ে গেছে। করোনার নতুন ধরনে প্রথম আক্রান্ত বলে সন্দেহভাজনদের একজন দক্ষিণ আফ্রিকার এক চিকিৎসক গতকাল জানান, এখন পর্যন্ত ওমিক্রনের যেসব উপসর্গ দেখা দিয়েছে সেগুলো মৃদু এবং হয়তো বাসায় থেকেই এর চিকিৎসা নেওয়া যেতে পারে। দেশটির চিকিৎসকদের জাতীয় সংগঠন দক্ষিণ আফ্রিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাঞ্জেলি কোয়েটজি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিরা স্বাদ ও গন্ধ না পাওয়ার ব্যাপারে কিছু বলেননি। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের দেহে অক্সিজেনের মাত্রায় বড় ধরনের কোনো অবনমন ঘটেনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বজুড়ে ছড়াচ্ছে উচ্চঝুঁকির ওমিক্রন, প্রস্তুতি নিতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ০২:১৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : ওমিক্রন উচ্চঝুঁকির, প্রস্তুতি নিতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা : করোনাভাইরাসের সদ্য চিহ্নিত হওয়া নতুন ধরন ‘ওমিক্রন’ উচ্চঝুঁকির বলে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্বেগজনক এই ধরনটি মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে সতর্কতাবিষয়ক এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ওমিক্রন মহামারির পুরো চিত্র আরও বিপর্যয়কর করে তুলতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ‘ওমিক্রন’ শনাক্তের পর বিশ্বজুড়ে শঙ্কা বাড়ছে। একের পর এক দেশে করোনার এই নতুন ধরন ছড়িয়ে পড়ছে। করোনার ‘উদ্বেগজনক’ এই নতুন ধরন থেকে নিজেদের সীমান্তকে নিরাপদ রাখতে আফ্রিকার দেশগুলোর ওপর অন্তত ৪৪টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, মূল করোনাভাইরাস ও তার অন্যান্য রূপান্তরিত ধরনসমূহের তুলনায় ওমিক্রনের স্পাইক প্রোটিনের সংখ্যা অনেক বেশি। যে কারণে এটির বিস্তার রুখতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ১৯৪টি সদস্যদেশকে টিকাদান কর্মসূচির গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। এছাড়া ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে চিহ্নিত ওমিক্রনের কারণে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ দেখা দিলে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও দ্রুত পরিকল্পনা নেওয়ার তাগিদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। একের পর এক দেশে ছড়াচ্ছে করোনার এই নতুন ধরন। এরইমধ্যে কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সম্প্রতি আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর গত কয়েক দিনে বিশ্বের অনেক দেশে বিস্তার ঘটিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। গত রোববার নতুন করে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। করোনার এ ধরনের বিস্তার ঠেকাতে অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়ে আবার ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে করোনার ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে। তবে সংস্থাটি বলেছে, করোনার নতুন এ ধরন অন্যান্য ধরনের তুলনায় বেশি সংক্রামক বা এ ধরনের সংক্রমণে রোগীর অবস্থা আরও বেশি গুরুতর হয় কি না, সেটা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গত রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেন, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ও অন্য বৈশিষ্ট্য নিয়ে স্পষ্ট হতে এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার জন্য আরও আনুমানিক দুই সপ্তাহ সময় লাগবে।
ডব্লিউএইচও জানিয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত অনুসারে, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়ছে। ধারণা করা হচ্ছে, সার্বিক সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির হার বাড়ছে। ওমিক্রনের ভয়াবহতা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। ওমিক্রন শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এসব শঙ্কার মধ্যে রয়েছে ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর কি না। দুই বছর ধরে এ মহামারির প্রকোপের পর সম্প্রতি সচল হওয়া অর্থনীতিক কার্যক্রমকে আবার অচল করে দিতে পারে-এমন আশঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করছে। ডব্লিউএইচও বলেছে, কোভিড-১৯ ঠেকাতে টিকাসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব বুঝতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে তারা। যুক্তরাজ্য বলেছে, বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার জি-৭ দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিকে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যাওয়া ছয় শতাধিক যাত্রীর ১৩ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ডাচ্ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ। দুটি ফ্লাইটে তাঁরা নেদারল্যান্ডসে এসেছেন। ওই দুই ফ্লাইটের মোট ৬১ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিউগো ডি জঙ্গে জানান, সম্ভবত আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, এ সংখ্যাটা তার মধ্যে সামান্য একটু অংশ।
গত সপ্তাহে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে ডব্লিউএইচও। ধারণা করা হচ্ছে, আগের ধরনগুলোর চেয়ে এটি বেশি সংক্রামক। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে। ওমিক্রনের বিস্তার ঠেকাতে অনেক দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা অথবা বিভিন্ন বিধিনিষেধ জারি করছে। ওমিক্রন নিয়ে এমন উদ্বেগের মধ্যে গত শুক্রবার বিশ্বের আর্থিক বাজারগুলোতে দরপতন হয়েছে এবং একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য পড়ে গেছে। করোনার নতুন ধরনে প্রথম আক্রান্ত বলে সন্দেহভাজনদের একজন দক্ষিণ আফ্রিকার এক চিকিৎসক গতকাল জানান, এখন পর্যন্ত ওমিক্রনের যেসব উপসর্গ দেখা দিয়েছে সেগুলো মৃদু এবং হয়তো বাসায় থেকেই এর চিকিৎসা নেওয়া যেতে পারে। দেশটির চিকিৎসকদের জাতীয় সংগঠন দক্ষিণ আফ্রিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাঞ্জেলি কোয়েটজি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিরা স্বাদ ও গন্ধ না পাওয়ার ব্যাপারে কিছু বলেননি। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের দেহে অক্সিজেনের মাত্রায় বড় ধরনের কোনো অবনমন ঘটেনি।