ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

দেশে দুই জেলায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২০৫

  • আপডেট সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এদের দুজন ঢাকা জেলার ও একজন লক্ষ্মীপুর জেলার। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২০৫ জন। আর সুস্থ হয়েছেন ২৯৯ জন।
গতকাল রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিত থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ১১৮ জনের। এতে শনাক্ত হন ২০৫ জন, যাতে শনাক্তে হার ১.০৩ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৫২ শতাংশ। এছাড়া, গত এক দিনে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন।
এদিকে দেশে নতুন যে তিনজন মারা গেছেন তাদের দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৭৮ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নি¤œমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে। দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যেকোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশে^ আরও ৫৩৩১ প্রাণহানি : মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে বিশ্বজুড়ে যুক্ত হয়েছে আরও পাঁচ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ হাজার ৩৩১ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও চার লাখ ৭৯ হাজার ৪৫২ জনের শরীরে।
গতকাল রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে জানা গেছে এসব তথ্য। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১১ হাজার ৯২২ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ২৬ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৪৭৮ জনে।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ২৩৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৬১২ জন এবং মারা গেছে ১২৭ জন। যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৫৬৭ জন এবং মারা গেছে ১৩১ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২০০ জন এবং মারা গেছে ৫৬৮ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে নয় হাজার ২৩৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৮৭ জন, তুরস্কে ১৯২ জন, ফিলিপাইনে ১৮৮ জন, পোল্যান্ডে ৩৭৮ জন, রোমানিয়ায় ১৬১ জন এবং ভিয়েতনামে ১৪৮ জন, মেক্সিকোতে ১৬৫ জন মারা গেছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে দুই জেলায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২০৫

আপডেট সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে দেশে গত এক দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এদের দুজন ঢাকা জেলার ও একজন লক্ষ্মীপুর জেলার। এছাড়া গত এক দিনে শনাক্ত হয়েছেন ২০৫ জন। আর সুস্থ হয়েছেন ২৯৯ জন।
গতকাল রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিত থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ১১৮ জনের। এতে শনাক্ত হন ২০৫ জন, যাতে শনাক্তে হার ১.০৩ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৫২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৫২ শতাংশ। এছাড়া, গত এক দিনে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন।
এদিকে দেশে নতুন যে তিনজন মারা গেছেন তাদের দুজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৭৮ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নি¤œমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে। দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যেকোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশে^ আরও ৫৩৩১ প্রাণহানি : মহামারি করোনাভাইরাসে মৃত্যুর মিছিলে বিশ্বজুড়ে যুক্ত হয়েছে আরও পাঁচ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ হাজার ৩৩১ জন। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও চার লাখ ৭৯ হাজার ৪৫২ জনের শরীরে।
গতকাল রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে জানা গেছে এসব তথ্য। বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১১ হাজার ৯২২ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ২৬ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৪৭৮ জনে।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ২৩৯ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৯৪৬ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৬১২ জন এবং মারা গেছে ১২৭ জন। যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৫৬৭ জন এবং মারা গেছে ১৩১ জন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২০০ জন এবং মারা গেছে ৫৬৮ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে নয় হাজার ২৩৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে ৮৭ জন, তুরস্কে ১৯২ জন, ফিলিপাইনে ১৮৮ জন, পোল্যান্ডে ৩৭৮ জন, রোমানিয়ায় ১৬১ জন এবং ভিয়েতনামে ১৪৮ জন, মেক্সিকোতে ১৬৫ জন মারা গেছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।