ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

ইউপি নির্বাচন: ব্যালট ছিনতাই, এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

  • আপডেট সময় : ০১:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • ১৬১ বার পড়া হয়েছে

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল (প্রাইমারি) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় গতকাল রোববার দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কলমাকান্দা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম মুসা মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে ঢুকে দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বিষয়টি আমাকে জানায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা থেকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে ছিনতাই হওয়া ব্যালট পেপার এখনো উদ্ধার হয়নি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। তারা কোন প্রার্থীর লোক তা তাৎক্ষণিক চিহ্নিত করতে পারিনি। তবে স্বতন্ত্র প্রার্থী চান মিয়া দেওয়ানীর দাবি, ব্যালট ছিনতাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিকের লোকজন জড়িত।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউপি নির্বাচন: ব্যালট ছিনতাই, এক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

আপডেট সময় : ০১:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল (প্রাইমারি) কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় গতকাল রোববার দুপুর ১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কলমাকান্দা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা একেএম মুসা মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে ঢুকে দুই শতাধিক ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বিষয়টি আমাকে জানায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুপুর ১টা থেকে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে ছিনতাই হওয়া ব্যালট পেপার এখনো উদ্ধার হয়নি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যালট ছিনতাই করে নিয়ে যায়। তারা কোন প্রার্থীর লোক তা তাৎক্ষণিক চিহ্নিত করতে পারিনি। তবে স্বতন্ত্র প্রার্থী চান মিয়া দেওয়ানীর দাবি, ব্যালট ছিনতাইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিকের লোকজন জড়িত।