ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

কৃষিতে বিনিয়োগকারীরা পাবে ১০ বছরের আয়কর অব্যাহতি

  • আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নতুন অর্থবছর ২০২১-২২ সাল থেকে ২০২৯-৩০ সালের জুনের মধ্যে দেশের নতুন উদ্যোক্তা কৃষি তথা শাক-সবজি, ফল, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং দেশি কাঁচামলে কৃষি যন্ত্র উৎপাদনে বিনিয়োগ করলে পাবে ১০ বছরের আয়কর অব্যাহতি সুবিধা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই বিনিয়োগের পরিমাণ হতে হবে ১ কোটি টাকা। আর অনুমোদন লাগবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। নির্দিষ্ট এই সময়ে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ এবং পণ্য নিম্নমানের প্রমাণিত হলে সুবিধা বাতিল হয়ে যাবে। অন্যদিকে, বর্তমানে যাদের এই খাতে বিনিয়োগে রয়েছে বা যারা নতুন কোনো সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করছে, তারা নতুন সুবিধার আওতায় আসবে না। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বিনিয়োগ এবং দেশি শিল্প উৎসাহিত করতে এই সুবিধা দেওয়া হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কৃষিতে বিনিয়োগকারীরা পাবে ১০ বছরের আয়কর অব্যাহতি

আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : নতুন অর্থবছর ২০২১-২২ সাল থেকে ২০২৯-৩০ সালের জুনের মধ্যে দেশের নতুন উদ্যোক্তা কৃষি তথা শাক-সবজি, ফল, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং দেশি কাঁচামলে কৃষি যন্ত্র উৎপাদনে বিনিয়োগ করলে পাবে ১০ বছরের আয়কর অব্যাহতি সুবিধা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই বিনিয়োগের পরিমাণ হতে হবে ১ কোটি টাকা। আর অনুমোদন লাগবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। নির্দিষ্ট এই সময়ে প্রতিষ্ঠানের কর্মপরিবেশ এবং পণ্য নিম্নমানের প্রমাণিত হলে সুবিধা বাতিল হয়ে যাবে। অন্যদিকে, বর্তমানে যাদের এই খাতে বিনিয়োগে রয়েছে বা যারা নতুন কোনো সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ করছে, তারা নতুন সুবিধার আওতায় আসবে না। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বিনিয়োগ এবং দেশি শিল্প উৎসাহিত করতে এই সুবিধা দেওয়া হচ্ছে।