নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত উন্নয়নে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সম্প্রতি ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পুলিশ কমিশনার বলেন, “সিটি ব্যাংকের এই অনুদান গোয়েন্দা বিভাগের বিদ্যমান সরকারি কাঠামোর উন্নয়ন ঘটাবে এবং মহানগরের সার্বিক নিরাপত্তা জোরদার করবে। ভবিষ্যতে সিটি ব্যাংককে নিয়ে ডিএমপি রাষ্ট্র ও সমাজের উন্নয়নের জন্য আরো কাজ করবে।” এই সহযোগিতার জন্য সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘এই অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, এ এফ এম মাসুম, এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকার পুলিশকে ৫০ লাখ টাকা অনুদান সিটি ব্যাংকের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ