ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

উনিশ শতকে জন্ম নেওয়া শেষ মানুষটির বিদায়!

  • আপডেট সময় : ১২:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে মনে করা হতো তাকে। সেই ফ্রান্সিসকা সুসানো মারা গেছেন। বয়স হয়েছিল ১২৪ বছর। দাবি করা হচ্ছে, তার মৃত্যুর মধ্য দিয়ে একুশ শতকে জন্ম নেওয়া আর কেউ বেঁচে নেই।
ফিলিপিনসের কাবানকালানের বাসিন্দা ফ্রান্সিসকা সুসানো। স্থানীয় প্রশাসনের দাবি, তিনি দুনিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেপ্টেম্বরেই তার জন্মনথি পরখ করা শুরু করেছিল। কিন্তু তা শেষ হওয়ার আগেই চলে গেলেন লোলা। ১৮৯৭ সালের ১১ সেপ্টেম্বর জন্ম লোলার। তার এক বছর পরেই ফিলিপিনসকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় স্পেন। লোলার জন্মের বছরেই প্রথম আইসক্রিম স্কুপ আবিষ্কার হয় পৃথিবীতে। লোলা নিজেই জানিয়েছিলেন, তার দীর্ঘায়ুর রহস্য। বলেছিলেন, বেশি সবজি, অল্প মাংস আর শূকরের মাংস না খাওয়ার জন্য নাকি এত বছর বেঁচে আছেন। পাশাপাশি জানান, মদ না খাওয়াও দীর্ঘায়ুর অন্যতম কারণ। এর আগে ১২৪ বছর কেউ বাঁচেনি পৃথিবীতে। ১৯৯৭ সালে ১২২ বছরে মারা গিয়েছেন জিন কালমেট। দীর্ঘায়ুর রেকর্ড এতদিন ছিল তার দখলে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

উনিশ শতকে জন্ম নেওয়া শেষ মানুষটির বিদায়!

আপডেট সময় : ১২:৫৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে মনে করা হতো তাকে। সেই ফ্রান্সিসকা সুসানো মারা গেছেন। বয়স হয়েছিল ১২৪ বছর। দাবি করা হচ্ছে, তার মৃত্যুর মধ্য দিয়ে একুশ শতকে জন্ম নেওয়া আর কেউ বেঁচে নেই।
ফিলিপিনসের কাবানকালানের বাসিন্দা ফ্রান্সিসকা সুসানো। স্থানীয় প্রশাসনের দাবি, তিনি দুনিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সেপ্টেম্বরেই তার জন্মনথি পরখ করা শুরু করেছিল। কিন্তু তা শেষ হওয়ার আগেই চলে গেলেন লোলা। ১৮৯৭ সালের ১১ সেপ্টেম্বর জন্ম লোলার। তার এক বছর পরেই ফিলিপিনসকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় স্পেন। লোলার জন্মের বছরেই প্রথম আইসক্রিম স্কুপ আবিষ্কার হয় পৃথিবীতে। লোলা নিজেই জানিয়েছিলেন, তার দীর্ঘায়ুর রহস্য। বলেছিলেন, বেশি সবজি, অল্প মাংস আর শূকরের মাংস না খাওয়ার জন্য নাকি এত বছর বেঁচে আছেন। পাশাপাশি জানান, মদ না খাওয়াও দীর্ঘায়ুর অন্যতম কারণ। এর আগে ১২৪ বছর কেউ বাঁচেনি পৃথিবীতে। ১৯৯৭ সালে ১২২ বছরে মারা গিয়েছেন জিন কালমেট। দীর্ঘায়ুর রেকর্ড এতদিন ছিল তার দখলে।